ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দর্শকের ঢল

কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দর্শকের ঢল

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২ | ২৩:৩৭ | আপডেট: ০১ নভেম্বর ২০২২ | ০৯:৫৪

তৃতীয় দিনেও কলকাতায় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দর্শকের ঢল। শুধুমাত্র ‘হাওয়া’ নয় , ‘হাসিনা এ ডটারস টেল’ থেকে ‘ন ডরাই’ কিংবা ‘পরান’ তিনবেলায় ছয় শো সব হাউসফুল। পশ্চিম বাংলায় বাংলা সিনেমার ক্ষেত্রে দর্শকদের এমন আগ্রহ শেষ কবে দেখা গেছে তা মনে পড়া কঠিন। শো শুরুর প্রায় তিন ঘণ্টা আগে থেকে নন্দন চত্বরে রৌদ্রের মধ্যে ৫০০ মিটার লম্বা দর্শকদের অপেক্ষার লাইন বলে দেয় ভালো বাংলা সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ কমেনি এতটুকুও। শনিবার প্রথম দিনের পর সেই অর্থে বাংলাদেশি বা টালিউডের কোনো তারকার উপস্থিতি নেই কলকাতার নন্দন চত্বরে। তারপরও শুধুমাত্র বাংলা ও বাংলাদেশি সিনেমার টানে কলকাতার নন্দন চত্বরে দর্শকদের ভিড় লেগেই রয়েছে। 

দর্শকদের দাবি, টালিউডের সিনেমার চেয়ে ঢাকাই সিনেমা বাস্তবসম্মত ও সামাজিক। এমনকি অভিনয় দক্ষতায় বাংলাদেশের অভিনেতারাও ভালো করছেন। কিছুক্ষেত্রে গল্প দুর্বল হলেও ক্যামেরার কাজ আন্তর্জাতিকমানের। আর তাই বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে আরও বেশি এবং বেশি সংখ্যক সিনেমা দেখানোর দাবি জানিয়েছেন দর্শকরা। ইতোমধ্যে দর্শকদের চাহিদা মেনে প্রতিদিন আরও একটি করে শো বাড়াতেও বাধ্য হয়েছে কলকাতাস্থ বাংলাদেশ উপদূতাবাস। 

এদিকে বাংলাদেশের সিনেমা দেখতে আসা কলকাতার নতুন প্রজন্মের দর্শকরা বলছেন- বাংলা সিনেমার উন্নতির জন্য বাংলা সিনেমাকে আর্টিস্টিক ওয়ার্ক এর পাশাপাশি ব্যবসা সফল পর্যায়ে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে বাংলা সিনেমার উন্নতি হতে পারে যদি সিনেমাকে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সীমানার মধ্যে আটকে না রেখে তাকে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এজন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে দুই দেশের সরকার ও সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিদের। 

বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে কলকাতায় চলছে চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। এখানে সিনেমা দেখা যাচ্ছে বিনামূল্যে। তাই ব্যবসা সফল না হলেও কলকাতার দর্শকদের তীব্র উৎসাহ বলে দেয় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ঘিরে বাংলাদেশের সিনেমাকে কলকাতায় প্রমোট করার বিষয়ে এবং অবশ্যই দর্শকদের মধ্যে বাংলাদেশি সিনেমার চাহিদা তৈরির বিষয়ে যথেষ্ট সফল বাংলাদেশ সরকার।

আরও পড়ুন

×