ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

‘আরআরআর’ সিনেমার ঝুলিতে আরও দুই পুরস্কার

‘আরআরআর’ সিনেমার ঝুলিতে আরও দুই পুরস্কার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩ | ০৬:১৮ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ | ০৬:২০

ঐতিহাসিক গোল্ডেন গ্লোব জয়ের পর এবার আরও দুটি বড় পুরস্কার পেল ভারতীয় চলচ্চিত্র নির্মাতা এস এস রাজামৌলির দর্শক নন্দিত সিনেমা ‘আরআরআর’। 

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ‘দ্য ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডে’ বিদেশি ভাষার সেরা চলচ্চিত্রের মর্যাদা পেয়েছে ছবিটি। সেইসঙ্গে সেরা গানের পুরস্কার পেয়েছে ছবির ‘নাটু নাটু’ গান। খবর- বিবিসির। 



এর আগে সিনেমায় সেরা মৌলিক গানের বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করে গানটি। সেরা বিদেশি ভাষার ছবি হিসেবেও মনোনয়ন পেয়েছিল। প্রতিদ্বন্দ্বিতা করেছিল আর্জেন্টিনা, ১৯৮৫ সিনেমার সঙ্গে। 

প্রসঙ্গত, গত বছর মার্চে মুক্তি পায় আরআরআর। বক্স অফিসে কাঁপিয়ে দ্রুত সময়ে হাজার কোটি রুপি আয় ঘরে তোলার মাইলফলক ছোঁয় এ সিনেমা। 

আরও পড়ুন

×