ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বইমেলায় আইয়ুব বাচ্চুকে নিয়ে 'রুপালি গিটার'

বইমেলায় আইয়ুব বাচ্চুকে নিয়ে 'রুপালি গিটার'

বইমেলায় আইয়ুব বাচ্চুকে নিয়ে প্রকাশিত হচ্ছে বই 'রুপালি গিটার'

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩ | ০৬:১৮ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ | ০৬:২২

গিটার জাদুকর ও নন্দিত কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চুর জীবনী নিয়ে রচিত বই 'রুপালি গিটার' প্রকাশ পেতে যাচ্ছে আসছে একুশে বইমেলায়। সংগীতশিল্পী জয় শাহরিয়ারের সম্পাদনায় বইটিতে আইয়ুব বাচ্চুর জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেছেন শহীদ মাহমুদ জঙ্গী, নকীব খান, কুমার বিশ্বজিৎ, সাইদ হাসান টিপু, হাসান আবিদুর রেজা জুয়েল, বাপ্পী খান, নিয়াজ আহমেদ অংশু, আব্দুল্লাহ আল মাসুদ ও জয় শাহরিয়ার।

এলআরবির ইতিহাস তুলে ধরেছেন মিলু আমান ও হক ফারুক। এ ছাড়া ২০১২ সালে নেওয়া একটি অপ্রকাশিত দীর্ঘ সাক্ষাৎকার স্থান পেয়েছে; যা নিয়েছেন আসিফ আসগর রঞ্জন। পাশাপাশি ডিস্কোগ্রাফি অধ্যায়ে আইয়ুব বাচ্চুর সব অ্যালবাম ও প্রায় ৬০০ প্রকাশিত গানের তথ্য লিপিবদ্ধ রয়েছে। আজব প্রকাশ থেকে এটি প্রকাশ হবে। দাম রাখা হয়েছে ৫০০ টাকা। প্রচ্ছদ করেছেন নিয়াজ আহমেদ অংশু।

জয় শাহরিয়ার বলেন, 'বইটি বাংলা রক গানের প্রবাদপুরুষ আইয়ুব বাচ্চুকে নিয়ে। জীবনের নানা সময়ে নানা বাঁকে তাঁর কাছের মানুষদের স্মৃতিকথন উঠে এসেছে এতে। গুণী শিল্পীদের নিয়ে তেমন উল্লেখযোগ্য কোনো কাজ চোখে পড়ে না। সেই জায়গা থেকে চেষ্টা করেছি কিছু করতে। নতুন প্রজন্ম আইয়ুব বাচ্চু হয়ে ওঠার গল্পটি জানতে পারবেন এতে। অনেক অজানা তথ্যও রয়েছে, যা অনেকেরই কাজে লাগবে।' প্রসঙ্গত, ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু।

১৯৭৮ সালে ফিলিংস ব্যান্ডের মাধ্যমে সংগীত জগতে তাঁর পথচলা শুরু। ১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সোলস ব্যান্ডে লিড গিটারিস্ট হিসেবে যুক্ত ছিলেন। ১৯৯১ সালে আইয়ুব বাচ্চু গঠন করেন এলআরবি ব্যান্ড। তাঁর গাওয়া উল্লেখযোগ্য গান হলো- 'রুপালি গিটার', 'চলো বদলে যাই', 'ঘুম ভাঙা শহরে', 'হকার', 'সুখ', 'গতকাল রাতে', 'তারা ভরা রাতে', 'এখন অনেক রাত' ইত্যাদি। ২০১৮ সালের ১৮ অক্টোবর মারা যান এই কিংবদন্তি কণ্ঠশিল্পী।

আরও পড়ুন

×