ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নায়করাজ রাজ্জাকের জন্য তিন দিন

নায়করাজ রাজ্জাকের জন্য তিন দিন

প্রয়াত নায়করাজ রাজ্জাক

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩ | ০৮:০২ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ | ০৮:০৪

বাংলাদেশ চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা নায়করাজ রাজ্জাকের ৮২তম জন্মদিন আগামী ২৩ জানুয়ারি। এ অভিনেতার জন্মদিনকে ঘিরে চ্যানেল আইয়ে প্রচার হবে তিন দিনব্যাপী অনুষ্ঠান। 

আগামীকাল থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে অনুষ্ঠানগুলো। এর মধ্যে রয়েছে- নায়করাজ রাজ্জাক অভিনীত সিনেমা, সিনেমার গান, বিশিষ্টজনের স্মৃতিচারণ, এবং বিশেষ তারকাকথন। আগামীকাল 'গান দিয়ে সকাল শুরু'তে থাকবে রাজ্জাক স্মরণে বিশেষ পরিবেশনা। দুপুরে 'এবং সিনেমার গান' অনুষ্ঠানে রাজ্জাক অভিনীত সিনেমার গান। বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে সিনেমা 'বড় ভালো লোক ছিল'।

২৩ জানুয়ারি দুপুর ১২টা ৫ মিনিটে আবদুর রহমানের পরিচালনা ও উপস্থাপনায় থাকবে রাজ্জাককে নিয়ে ববিতার স্মৃতিকথা 'অন্তরঙ্গ ববিতা'। ১২টা ৩০ মিনিটে 'তারকাকথন'-এ রাজ্জাকের স্মৃতিচারণ করবেন সৈয়দ হাসান ইমাম ও রাজ্জাকতনয় সম্রাট। ৩টায় থাকছে সিনেমা 'অভিযান'। 

২৪ জানুয়ারি বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে নায়করাজ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র 'আয়না কাহিনি'। প্রসঙ্গত, নায়করাজ ১৯৪২ সালের ২৩ জানুয়ারি জন্মগ্রহণ এবং ২০১৭ সালের ২১ আগস্ট মারা যান এই গুণী অভিনেতা।

আরও পড়ুন

×