কিং খানের বিলাসবহুল বাংলোতে তারার মেলা

পার্টিতে মজেছেন তারা- ইনস্টাগ্রাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯ | ০৪:৩৯ | আপডেট: ১৯ অক্টোবর ২০১৯ | ০৪:৪৩
বলিউডের তারকা অভিনেতা শাহরুখ খান। মুম্বাইয়ের অদূরে আলিবাগে প্রায় ২০ হাজার বর্গ মিটার জাগয়ার উপর তিনি তৈরি করেছেন বিলাসবহুল একটি বাংলো। যারা দাম পড়েছে ভারতীয় মুদ্রায় ২৫০ কোটি রুপি।
আর শাহরুখের এই বাংলোয় প্রতিবছর বসে তারার মেলা। ভারতীয় গণমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছরই ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের জন্যে এলাহি উইকএন্ড গেটওয়ে প্ল্যান করে থাকেন শাহরুখ খান। এবারও তার কোনও ব্যতিক্রম হয়নি।
এ উপলক্ষে শুক্রবার তার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের নিয়ে তার বাংলোয় আড্ডার আসর জমান কিং খান। আর সেই পার্টির ছবি শাহরুখ পত্নী গৌরি খান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তিনি নিজেই।
কালো ডেনিম ও লেপার্ড প্রিন্ট শার্টে দেখা যাচ্ছে গৌরীকে। একই ফ্রেমে রয়েছেন পরিচালক ও পারিবারিক বন্ধু করণ জোহর, সুজান খান, মনীশ মলহোত্রাকে। বাবা-মার সঙ্গে ছুটি কাটাতে আলিবাগ পৌঁছেছে ছোট্ট আব্রামও।
- বিষয় :
- বিলাসবহুল বাংলো
- শাহরুখ খান
- বিনোদন