অনন্যা পাণ্ডের এই ছোট ব্যাগের মূল্য সাড়ে ৬ লাখ!

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২৩ | ০৭:০৫ | আপডেট: ১১ মে ২০২৩ | ০৭:১৩
অভিনয়ের বাইরেও নানা অনুসঙ্গ নিয়ে আলোচনায় থাকেন বলিউড তারকারা। বিয়ে, প্রেম তো আছেই পাশাপাশি দৃষ্টিনন্দন ও বিলাসী জিনিসপত্র ব্যবহারও মাঝে মাঝে আলোচনায় নিয়ে আসেন তাদের।
সম্প্রতি দৃষ্টিনন্দন একটি ব্যাগ ব্যবহার করে খবরের শিরোনাম হয়েছেন চাঙ্কি পাণ্ডের মেয়ে অভিনেত্রী অনন্যা পাণ্ডে। তিনি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন সম্প্রতি । যে ছবিতে পোশাকের চেয়ে তার হাতে থাকা ছোট্ট ব্যাগটি নজরে আসে।
ছবিতে দেখা যায়, অনন্যার পরনে পিংক কালারের ব্লেজার, হাতে রয়েছে সোনালি রঙের ছোট্ট একটি ব্যাগ। আর ক্যাপশনে লিখেছেন, ‘জীবন প্লাস্টিক, এটি দুর্দান্ত।’ এসবই ঠিক ছিল। কিন্তু ব্যাগটির মূল্য প্রকাশ্যে আসার পর জোর চর্চায় পরিণত হয়েছে।
বলিউড শাদি ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিলাসবহুল ব্র্যান্ড জুডিথ লেইবার ব্যাগটি তৈরি করেছে। ব্যাগটি তৈরিতে স্বর্ণ ব্যবহার করা হয়েছে। বর্তমানে এ ব্যাগের মূল্য ৫ হাজার ৯৯৫ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৬ লাক ৪৯ হাজার টাকার বেশি।
অনন্যা পাণ্ডে ২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন । তারপর বেশ কিছু সিনেমায় দেখা গেছে তাকে। অনন্যা পাণ্ডে অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাইগার’। এতে তার বিপরীতে অভিনয় করেন বিজয় দেবরকোন্ডা।
- বিষয় :
- অনন্যা পাণ্ডে
- বলিউড
- নায়িকা
- ব্যাগের দাম