কানে বাংলাদেশি চার নির্মাতা ও জেব্রা সাজে সারা

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২৩ | ০৭:০৯ | আপডেট: ১৯ মে ২০২৩ | ০৭:১২
শুরু হয়েছে ৭৬তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। লালগালিচায় তারকাদের উপস্থিতি মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে এই আয়োজন। এবারের কানের অফিশিয়াল সিলেকশনে বাংলাদেশের কোনো সিনেমা না থাকলেও উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মের মার্কেট স্ক্রিনিংয়ে দেখানো হবে পরীমণি অভিনীত ‘মা’ [দ্য মাদার]।
আগামী ২০ মে পালে দে ফেস্টিভ্যাল ভবনের পালে-ই থিয়েটারে ছবিটির প্রদর্শনী হবে। ছবির নির্মাতা অরণ্য আনোয়ার বর্তমানে কানে রয়েছেন। অন্যদিকে ছবি নিয়ে না এলেও এবারের উৎসব ঘুরে দেখতে ঢাকা থেকে গেছেন অরণ্য আনোয়ার, মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ, স্বপন আহমেদ, নঈম ইমতিয়াজ নেয়ামূল, সাজ্জাদ খান। তাঁরা প্রত্যেকে মার্শে দ্যু ফিল্মের বিভিন্ন দেশের স্টল ঘুরে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করছেন।
প্রতি বছরের মতো এবারও কান উৎসবে অংশ নিয়েছেন অনেক ভারতীয় তারকা। এই আয়োজনে প্রথমবারের মতো অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান।
জাকজমক এ অনুষ্ঠানের পয়লা দিনে আবু জানি, সন্দীপ খোসলার ডিজাইন করা লেহেঙ্গায় দেশি লুকে দ্যুতি ছড়িয়ছেন নবাব-কন্যা। নজর কেড়েছেন রাতের পার্টিতে। প্রথম দিনের ছবি প্রকাশ্যে আসার পর ট্রলের শিকার হন ‘কেদারনাথ’খ্যাত এই অভিনেত্রী।
দ্বিতীয় দিনে নতুন পোশাকে চমকে দিয়েছেন সাইফ-কন্যা। মনোক্রম ফ্যাশনে যেভাবে ধরা দিয়েছেন তা দেখে প্রশংসা করছেন নেটিজেনরা। এ লুকের কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, পাশাপাশি ইনস্টাগ্রাম স্টোরিতেও দিয়েছেন
এসব ছবিতে দেখা যায়, সারার পরনে সাদা-কালো হল্টার নেক ডিজাইনার ব্রালেট। কোমরে জড়ানো সাদা রঙের শাড়ি। গলায় পরেছেন মানানসই ডিজাইনের মনোক্রম মালা। এ পোশাকও ডিজাইন করেছেন আবু জানি, সন্দীপ খোসলা। এসব কিছুকে ছাপিয়ে বিশেষভাবে নজর কেড়েছে সারা আলীর ক্যাপশন।
ছবির ক্যাপশনে সারা আলী খান লিখেছেন, ‘জেব্রার মতো লাগছে। তবে কেউ আমার সীমা লঙ্ঘন করবেন না।’
লক্ষ্মণ উতেকার পরিচালিত নাম ঠিক না হওয়া একটি সিনেমার শুটিং শেষ করেছেন সারা আলী খান। এতে তার বিপরীতে রয়েছেন ভিকি কৌশল। এছাড়াও এতে অভিনয় করেছেন—বিক্রান্ত ম্যাসি, চিত্রাঙ্গদা সিং প্রমুখ। তা ছাড়া হোমি আদাজানিয়ার ‘মার্ডার মোবারক’ সিনেমায় দেখা যাবে সারাকে।