ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

অরিজিৎ এতই খারাপ গায়, গান শুনে কেঁদে ফেলেন এই শিল্পী!

অরিজিৎ এতই খারাপ গায়, গান শুনে কেঁদে ফেলেন এই শিল্পী!

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৩ | ১২:৩০ | আপডেট: ২০ মে ২০২৩ | ১২:৩৬

ভারতীয় শিল্পী অরিজিৎ সিং তো আজ এক মুগ্ধতার নাম। তার সরল জীবনযাপন এবং সাধারণ বেচেঁ থাকার গল্প অনুপ্রাণিত করে সকলকে।

যেই অরিজিতের গান শুনে প্রেমিকরা আবেগে ভেসে ওঠেন,  বিরহ উদযাপন করেন তার গানে-সুরে।  অথচ এই অরিজিতের গান শুনে ভয় পেয়েছিলেন ভারতের কিংবদন্তি শিল্পী অনুরাধা পারোয়াল!

বর্ষীয়ান এই শিল্পীর গাওয়া ‘আজ ফির তুম পে প্যার আয়া হ্যা’ – এই গানটি ‘হেট স্টোরি ২;’ সিনেমায় রিমিক্স করেন গান অরিজিৎ। সেটা শুনার পর এতটাই খারাপ লেগেছিল তার যে কেঁদে ফেলেছিলেন বলে এক প্রতিবেদনে জানায় আনন্দবাজার।

শিল্পীর কথায়, ‘আমায় একজন বলেন আজ ফির গানটি শুনতে। একজন নতুন ছেলে গেয়েছে বেশ জনপ্রিয় হয়েছে। আমি একবার গানটা শুনেই   কেঁদে ফেলি। তারপর বেশ কয়েকবার নিজের গানটা শোনার পরেই প্রাণ ফিরে পেলাম।’

বর্তমানে গানের জগতে রিমিক্স এর প্রভাব খুব বেশি। পুরনো গানগুলিকে নিয়ে নতুন ধরনের মিউজিক করার বিষয়টিকে অনেকেই ভাল চোখে দেখেন না। তবে অনেকেই আবার রিমিক্স গানই বেশি পছন্দ করেন। শুরুর দিকে এই রিমিক্স গান কর  অরিজিৎকে অনেক কিছুই সহ্য করতে হয়েছে। 

আরও পড়ুন

×