ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কলকাতায় এক টেবিলে নিশো-জয়া-সৃজিত-রাফী ও তমা

কলকাতায় এক টেবিলে নিশো-জয়া-সৃজিত-রাফী ও তমা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩ | ১৪:২৬ | আপডেট: ১৯ জুলাই ২০২৩ | ১৪:২৭

গেল ঈদে বাংলাদেশের মাত্র ২৭টি  প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমা ‘সুড়ঙ্গ’। সেই ছবিটিই  এবারের ভারতের পশ্চিমবঙ্গেও মুক্তি  পাচ্ছে। সিনেমার প্রচারণায় অংশ নিতে বুধবার কলকাতায় উড়াল দিলেন রায়হান রাফী,অভিনেতা আরফান নিশো ও তমা। জানা গেছে, আগামী ২৪ জুলাই প্রচারণা শেষে দেশে ফিরবেন তারা।

সেখানে গিয়ে একধিক ছবি শেয়ার করেছন তারা। সেই ছবিতে এক টেবিলে নিশো-রাফীদের সঙ্গে দেখা গেছে জয়া আহসান, নির্মাতা সৃজিত মুখার্জী ও মিরাক্কেলের মীরকেও। 

 ভারতের সিনেমা পরিবেশক ও প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্ম (এসভিএফ) জানায়, চলতি মাসের ২১ তারিখে মুক্তি পাবে সুড়ঙ্গ। পশ্চিমবঙ্গের ২৯ টি  প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে সিনেমাটি।

আরফান নিশো বলেন, ‘ বাংলাদেশে ‘সুড়ঙ্গ’ সিনেমাটি দর্শকরা গ্রহন করেছেন। এবার কলকতার দর্শক সিনেমাটি দেখবেন। বাংলাদেশের দর্শকদের কাছ  থেকে সিনেমাটির অভাবনীয় সাড়া পাবার পরও এর হলসংখ্যা বাড়ানো হয়নি। সে হিসাবে বাংলাদেশের চেয়েও সিনোমাটি  বেশি হল  পেয়েছে পশ্চিমবঙ্গে। দেশের মতো পশ্চিমবঙ্গে দর্শকের সঙ্গে আনন্দভাগাভাগি করবো।   

এদিকে পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’ সিমোর  মুক্তি উপলক্ষেগত ১৬ জুলাই সুড়ঙ্গ সিনেমার  ট্রেইলার প্রকাশ করেছে এসভিএফ।  যেখানে সংলাপসহ ছবির কিছু চুম্বক অংশ তুলে ধরা হয়েছে। ট্রেইলার প্রকাশের পর সুড়ঙ্গ সিনেমাটি নিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ দর্শকদের মধ্যে আগ্রহ আরও  বেড়েছে।  রায়হান রাফী জানান, সাফটা চুক্তির আওতায় নয়; বরং শ্রী  ভেঙ্কোটেশ ফিল্মস তাদের নিজেদের আগ্রহেই সুরঙ্গ পশ্চিমবঙ্গে মুক্তি দিচ্ছে। দেশি সিনেমার জন্য এটি অনেক বড় একটি অর্জন।

আফরান নিশো ও তমা মির্জা ছাড়াও সুড়ঙ্গ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান  সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক  বেপারি প্রমুখ। সিনেমার একটি আইটেম গানে  নেচেছেন নুসরাত ফারিয়া। প্রযোজনা করেছে আলফা আই এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

আরও পড়ুন

×