ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সবাই মাসুদ রানার প্রেমে পড়ুক, এটাই চাই: সুমন

সবাই মাসুদ রানার প্রেমে পড়ুক, এটাই চাই: সুমন

‘এমআর ৯’ সিনেমার পোস্টার

অনিন্দ্য মামুন

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৪ আগস্ট ২০২৩ | ১০:৪৪

‘বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের দুর্দান্ত ও দুঃসাহসী এক স্পাই গোপন মিশন নিয়ে ঘুরে বেড়ায় দেশ-দেশান্তরে। বিচিত্র তার জীবন। অদ্ভুত রহস্যময় তার গতিবিধি। কোমলে-কঠোরে মেশানো নিষ্ঠুর সুন্দর এক অন্তর। পদে পদে তার বিপদ-শিহরণ-ভয় আর মৃত্যুর হাতছানি।’

লাইনগুলো বাংলাদেশের থ্রিলারপ্রিয় পাঠকের কাছে এ ভীষণ পরিচিত। কারণ, এই লাইনগুলো বাংলা গোয়েন্দা কাহিনির অনেক পুরোনো ও জনপ্রিয় সুপারহিরো মাসুদ রানাকেই পরিচয় করিয়ে দেয়। যে মাসুদ রানার স্রষ্টা প্রয়াত কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেন। তাঁর এই মাসুদ রানার পদে পদে রয়েছে রোমাঞ্চ, অভিযান, বিপদ ও মৃত্যুর হাতছানি। সিরিজের গুপ্তচরবৃত্তি, অ্যাডভেঞ্চার-রোমাঞ্চে ভরপুর পর্ব ‘ধ্বংস-পাহাড়’ উঠে এসেছে রুপালি পর্দায়। নাম ‘এমআর-৯: ডু অর ডাই’। নির্মাণ করেছেন আমেরিকা প্রবাসী আসিফ আকবর।

যে সিনেমায় মাসুদ রানা রূপে আবির্ভূত হচ্ছেন ঢাকার নায়ক এবিএম সুমন। একই সিনেমায় আন্তর্জাতিক শিল্পীদের মধ্যে অভিনয় করেছেন ফ্র্যাঙ্ক গ্রিলো, বলিউড অভিনেত্রী সাক্ষী প্রধান, হলিউড অভিনেতা নিকো ফস্টার, বলিউডের অভিনেতা ওমি বৈদ্য, হলিউড অভিনেতা ওলেগ প্রুডিয়াস ও আমেরিকান মডেল-অভিনেত্রী জ্যাকি সিগেল প্রমুখ। আছেন বাংলাদেশের শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, আলিশা টাইগার রবিরাও। সিনেমাটির বাংলাদেশি প্রযোজক আবদুল আজিজ জানালেন হারভাঙা পরিশ্রম করেছেন সবাই।

বললেন, এ ছবিটি তৈরি করতে বহু কষ্ট সইতে হয়েছে প্রত্যেককে। বিশেষ নজর দিতে হয়েছে স্ক্রিপ্টে। এ কারণে চিত্রনাট্যকার নাজিম উদ দৌলাকে তাঁর বিয়ের দিন রাতে, অর্থাৎ বাসর রাতেও স্ক্রিপ্ট লিখতে হয়েছে! আর মাসুদ রানা চরিত্রের এবিএম সুমনের অভিজ্ঞতা তো ভালোমন্দের মিশেল। তিনি বললেন, ‘নিজেকে ফ্রোজেন মনে হচ্ছে। এত কিছুর পর অবশেষে সিনেমাটি আসছে। এই অনুভূতি বোঝানোর মতো ভাষা আমার কাছে নেই। এর আগে এত বড় সিনেমায় লিড করার সুযোগ হয়নি– এটাই হয়তো এমন উচ্ছ্বাসের কারণ। ছবিটা দেখার পর মাসুদ রানার প্রেমে সবাই পড়ুক, এটাই চাই। সবাই যদি প্রেমে না পড়ে, তাহলে এটা করে আর লাভ কী! আর শুটিংয়ের কষ্টের কথা কী বলব, এতদিন মনে রাখলেও এখন সিনেমাটি রিলিজ পাচ্ছে বলে সব ভুলে গেছি।’

তবে কাজটি শুরুর আগে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন সুমন। করোনা মহামারির কারণে প্রায় দুই বছর ধরে ঝুলে ছিল এর কাজ। সুমনের ভাষ্য, ‘কভিডের সময় প্রচণ্ড ডিপ্রেশনে ছিলাম। মনে হতো, আসলেই কি ছবিটা হবে! তবে নির্মাতা আসিফ আকবর সব সময় আমার পাশে ছিলেন, উৎসাহ দিয়েছেন।’ ছবিটিতে জাজ ছাড়াও বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্রের দ্য ফিল্ম পোস্ট, চেজিং বাটারফ্লাইস পিকচারস ও আল ব্রাভো ফিল্মস। নির্মাতা আসিফের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আব্দুল আজিজ ও নাজিম উদ দৌলা। ছবির সংগীত পরিচালনা করেছেন গ্র্যামিজয়ী ভারতীয় সংগীতশিল্পী রিকি কেজ। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার দাবি, ৮৩ কোটি টাকা ব্যয়ে ‘এমআর-৯: ডু অর ডাই’ ছবিটি তৈরি হয়েছে। ২৫ আগস্ট ছবিটি দেশে ও দেশের বাইরে একযোগে মুক্তি পাচ্ছে।

তবে মাসুদ রানা সিরিজের গল্প নিয়ে এবারই প্রথম সিনেমা নয়। সিরিজটির ‘বিস্মরণ’ অবলম্বনে ১৯৭৩ সালে বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণ করা হয়। এটি মুক্তি পায় ১৯৭৪ সালে। পরিচালনা করেন মাসুদ পারভেজ। 

আরও পড়ুন

×