নেপথ্যে তৃতীয় ব্যক্তি, ভাঙল সোহিনীর প্রেম!

সোহিনী সরকার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩ | ১১:০২ | আপডেট: ২৯ আগস্ট ২০২৩ | ১১:১৬
টালিউডের অন্যতম চর্চিত জুটি সোহিনী সরকার ও রণজয় বিষ্ণু। দীর্ঘ চার বছর ধরে চলা তাদের প্রেমের সম্পর্কে টানাপোড়েনের কথা আগেই শোনা গিয়েছিল। সেই ঝামেলা তারা মিটিয়েও নিয়েছেন বটে। এবার পাকাপাকিভাবে আলাদা হয়ে গেল তাদের সম্পর্ক। তবে এ বিষয়ে দুইজনের একজনও কথা বলেননি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, করোনা লকডাউনের সময় তারা লিভ ইন করতেন। দুজনের বাড়িতেও যাতায়াত ছিল। কিন্তু শেষ পর্যন্ত মান-অভিমান। তারপরও দুজনে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু হল না।
শোনা যাচ্ছে, তাদের বনিবনা না হওয়ার নেপথ্যে তৃতীয় ব্যক্তি আছে কেউ। সোহিনী সরকারের সঙ্গে নাকি তার কোনও সহ-অভিনেতার নাম জড়িয়েছে। অন্যদিকে রণজয় বিষ্ণুর সঙ্গে ছোট পর্দার এক অভিনেত্রীর নাম জড়িয়েছে।
বর্তমানে সোহিনী তার নতুন ছবি ‘অমর সঙ্গী’র শুটিংয়ে ব্যস্ত। এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে। অন্যদিকে রণজয়কে দেখা যাচ্ছে ‘গুড্ডি’ ধারাবাহিকে।
- বিষয় :
- সোহিনী সরকার
- রণজয় বিষ্ণু