ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নতুন আঙ্গিকে সোলসের ‘সাগরের প্রান্তরে’

নতুন আঙ্গিকে সোলসের ‘সাগরের প্রান্তরে’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩ | ১৩:২৮ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ | ১৩:২৮

দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলসের ৫০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়া সফরে গেছেন পার্থ বড়ুয়ারা। সেখানে ছয়টি কনসার্টে অংশ নিবে এই ব্যান্ডদলটি। এরই মধ্যে সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘সাগরের প্রান্তরে’ শিরোনামে কালজয়ী গানটি নতুন আঙ্গিকে প্রকাশ করলেন তারা। বুধবার রাতে সোলসের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে।

গানটি প্রসঙ্গে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন,‌ “সাগরের প্রান্তরে’ গানটি সকলেরই পরিচিত। পুরনো কালজয়ী এই গানটি নতুন করে সঙ্গীতায়োজন করেছি। গানের সঙ্গে মিল রেখে সমুদ্র সৈকতে ভিডিও ধারণ করা হয়েছে। আশা করি শ্রোতারা পুরনো দিনে ফিরে যাবেন। সোলসের ৫০ বছর পূর্তিতে এটি আমাদের চতুর্থ গান।’

জানা গেছে, আগামী ২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার সিডনী শহরের মারানা অডিটোরিয়ামে পারফর্ম করবে সোলস। গ্রিনফিল্ড এন্টারটেইমেন্টের আয়োজনে মিরাজ হোসাইন, এনামুল হক ও ফয়সাল আজাদের উদ্যোগে এই মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আয়োজকরা জানান, সোলসের ৫০ বছর পূর্তিতে আমরা তাদের পেয়ে খুবই আনন্দিত। আশা করি, সিডনী প্রবাসী বাঙালিদের একটি ভালো অনুষ্ঠান উপহার দিতে পারব।

আরও পড়ুন

×