ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অস্ট্রেলিয়া থেকে ফিরেই ‘অসময়’ এ তাসনিয়া ফারিণ

অস্ট্রেলিয়া থেকে ফিরেই ‘অসময়’ এ তাসনিয়া ফারিণ

তাসনিয়া ফারিণ

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:০৭

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকটি গল্পের কারণেই জনপ্রিয়তা পেয়েছে। দর্শকপ্রিয় এ ধারাবাহিকটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। গত বছরের ডিসেম্বরে নাটকটির চতুর্থ সিজন শেষ হয়েছে। এরপর বেশ কিছু নাটক ও ওয়েব সিরিজ নির্মাণ করেছেন নির্মাতা অমি। এবার তিনি নির্মাণ করছেন ওয়েব ফিল্ম ‘অসময়’। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তাসনিয়া ফারিণ।

অমি জানান, ২০১৯ সালে তাসনিয়া ফারিণ আমার ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে অভিনয় করেন মাত্র চারটি দৃশ্যে। তারপর আরও কিছু কাজ হয়েছে আমাদের ‘ব্যাচেলর ট্রিপ’, ‘আপন’ ইত্যাদি। এখন ২০২৩। আমার প্রথম ওয়েব ফিল্ম ‘অসময়’-এর অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তাসনিয়া ফারিণ। আমি তাঁর বেড়ে ওঠা দেখে সত্যিই মুগ্ধ হই। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে যাচ্ছেন আমাদের ফারিণ। তাঁর জন্য অনেক শুভকামনা। আমার বিশ্বাস, ‘অসময়’তে দেখতে পাবেন ফারিণ কতটা পরিণত এবং ধারালো অভিনেত্রী হয়েছেন।

এদিকে বেশ কিছুদিন বিদেশ ভ্রমণ শেষে গতকাল দেশে ফিরেছেন তাসনিয়া ফারিণ। তিনি বলেন, “এই সময়ের অন্যতম জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। তাঁর সঙ্গে ‘অসময়’ নিয়ে কথা হয়েছে। বাকিটা এখনই বলতে চাইছি না।”

প্রসঙ্গত, গত ১১ আগস্ট পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন তাসনিয়া ফারিণ। দীর্ঘ সাড়ে আট বছরের প্রেমকে পূর্ণতা দিয়েছেন অভিনেত্রী। তাঁর বরের নাম শেখ রেজওয়ান।

আরও পড়ুন

×