ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

প্রথম দিনের অগ্রিম টিকিটে কত টাকা পেল শাহরুখের ‘জওয়ান’

প্রথম দিনের অগ্রিম টিকিটে কত টাকা পেল শাহরুখের ‘জওয়ান’

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৫৯ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৫৯

দুদিন পরেই মুক্তি পাবে শাহরুখ খানের সিনেমা ‘জওয়ান’। ট্রেলার আসার পরদিন থেকে ভারতে ‘জওয়ান’র অগ্রিম টিকিট বুকিং শুরু হয়। অগ্রিম বুকিং অনুসারে ‘জওয়ান’ হিন্দি চলচ্চিত্রের জন্য সর্বকালের রেকর্ড করবে বলে মনে করছেন দেশটির সিনেমা সংশ্লিষ্টরা।

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালানের মতে, শাহরুখের চলচ্চিত্রটি এখন পর্যন্ত শুধু প্রথম দিনের জন্য ভারতে সাত লাখেরও বেশি টিকিট বিক্রি করেছে।

মঙ্গলবার মনোবালা বিজয়বালান এক্স-এ (টুইটার) লিখেছেন, “ব্রেকিং! ‘জওয়ান’-এর প্রথম দিনে অগ্রিম বিক্রি সাত লাখ টিকিট। ভারতের সমস্ত প্রেক্ষাগৃহে ২১ কোটির মোট ল্যান্ডমার্ক অতিক্রম করেছে। ন্যাশনাল মাল্টিপ্লেক্সে তিন লাখের বেশি টিকিট বিক্রি করা হয়েছে।”

অন্য একটি টুইটে মনোবালা বিজয়বালান অন্যান্য হিন্দি সিনেমার মাল্টিপ্লেক্স চেইনে বিক্রি হওয়া এক দিনের টিকিটের পরিমাণ শেয়ার করেছেন।


তিনি লিখেছেন, জাতীয় মাল্টিপ্লেক্সে প্রথম দিনের টিকিট বিক্রিতে শীর্ষ ১০ সিনেমা- ‘বাহুবলী ২’: ছয় লাখ ৫০ হাজার, ‘পাঠান’ : পাঁচ লাখ ৫৬ হাজার, ‘কেজিএফ ২’ : পাঁচ লাখ ১৫ হাজার, ‘ওয়ার’ : চার লাখ ১০ হাজার, ‘থাগস অব হিন্দুস্তান’ : তিন লাখ ৪৬ হাজার, ‘প্রেম রতন ধন পায়ো’ : তিন লাখ ৪০ হাজার, ‘ভারত’: তিন লাখ ১৬ হাজার, ‘সুলতান’ : তিন লাখ ১০ হাজার, ‘দঙ্গল’ : তিন লাখ পাঁচ হাজার ও ‘ব্রহ্মাস্ত্র’ : তিন লাখ দুই হাজার।

এখন অগ্রিম টিকিট বিক্রিতে শীর্ষে রয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’। ‘জওয়ান’কে ঘিরে হাইপ এত বেশি যে সিনেমাটি ‘পাঠান’-এর পর এ বছর শাহরুখের দ্বিতীয় সিনেমা হিসেবে ১০০ কোটির উদ্বোধন দিতে যাচ্ছে বলেই ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকরা। তাদের মতে, শাহরুখের জন্য একই বছরে আরও একটি এক হাজার কোটির সিনেমা হতে যাচ্ছে ‘জওয়ান’।


অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপাতি, প্রিয়ামণি, সানায়া মালহোত্রাসহ একাধিক তারকা।

আরও পড়ুন

×