ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এমটিভি ভিএমএ অ্যাওয়ার্ডে রেকর্ড গড়লেন টেইলর সুইফট

এমটিভি ভিএমএ অ্যাওয়ার্ডে রেকর্ড গড়লেন টেইলর সুইফট

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১২:২০ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১২:২০

এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে (ভিএমএ) রেকর্ড গড়লেন টেইলর সুইফট। প্রথম শিল্পী হিসেবে তিনি চারবার ভিডিও অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন।

ভিডিও অব দ্য ইয়ার ছাড়াও সং অব দ্য ইয়ার পুরস্কারও জিতে নিয়েছেন টেইলর সুইফট। ‘অ্যান্টি হিরো’ গান এর জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

রেমা ও সেলেনা গোমেজ জিতেছেন সেরা আফ্রোবিটস পুরস্কার। ‘কাম ডাউন’ গানের জন্য এই পুরস্কার জিতেছেন তারা। নিকি মিনাজ জিতেছেন সেরা হিপহপ পুরস্কার। ‘সুপার ফ্রিকি গার্ল’ গানের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। শাকিরা পেয়েছেন ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড। ভিএমএ-তে পারফর্মও করেছেন তিনি।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউজার্সির প্রুডেনশিয়াল সেন্টারে বসেছিল ভিএমএ-এর আসর। শাকিরা ছাড়াও পারফর্ম করেছেন কার্ডি বি, দোজা ক্যাট, ডিডি, ক্যারল জি, নিকি মিনাজ, স্ট্রে কিডস, টুমরো এক্স টুগেদার সহ অনেকে।


আরও পড়ুন

×