ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্রেম করতে গিয়ে ধরা পড়লেন কার্তিক-সুতারিয়া!

প্রেম করতে গিয়ে ধরা পড়লেন কার্তিক-সুতারিয়া!

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩ | ০৯:০৮ | আপডেট: ২২ অক্টোবর ২০২৩ | ০৯:১১

নতুন প্রজন্মের ব্যস্ততম তারকা। ‘ভুলভুলাইয়া টু’ সিনেমা সাফল্যের পর বদলে গিয়েছে কার্তিক আরিয়ানের ভাগ্য। একদিকে যেমন তার প্রেম ভেঙেছে অন্যদিকে কর্মজীবনে সাফল্যের সিঁড়ি বেয়ে এক লাফে অনেকটাই এগিয়ে গিয়েছেন তিনি। 

এক সময় সারা আলি খান ও কার্তিকের প্রেম নিয়ে কম জলঘোলা হয়নি। তারপর অনন্যা পাণ্ডের সঙ্গেও নাম জড়ায় অভিনেতার। 

এবার এক রেস্তোরাঁয় আরেক নায়িকার সঙ্গে সময় কাটাচ্ছিলেন কার্তিক। গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছিলেন নায়িকাকে, সেই সময় ক্যামেরা নিয়ে হাজির হন ফটোশিকারিরা। অপ্রস্তুত হয়ে পড়েন অভিনেত্রী। ছুটে যান গাড়ির দিকে।


ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, কয়েকদিন আগেই কার্তিক আরিয়ানকে দেখা গিয়েছিল হৃতিক রোশনের তুতোবোন পশমিনা রোশনের সঙ্গে সময় কাটাতে। এবার অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে দেখা গেল কার্তিককে।

মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় নৈশভোজে যান তারা। কার্তিকের পরনে সাদা শার্ট ও প্যান্ট, বডিকন পোশাকে দেখা গেল তারাকে। একে অপরকে আলিঙ্গন করেন, কিন্তু ছবি শিকারিদের দেখা মাত্র ছুট দেন তারা।

এই ঘটনার পর একদিকে যেমন কার্তিক ও তারার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তেমনি একাংশ দাবি করছেন, গোটা ব্যাপাটাই তাদের পরবর্তী ছবি ‘আশিকি ৩’-এর প্রচার কৌশল।

আরও পড়ুন

×