অনিশ্চয়তায় আনুশকার ‘চাকদহ এক্সপ্রেস’

আনুশকা শর্মা
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৪ | ১৫:৩৫
এখন পুরোপুরি মা হিসেবে গুরুদায়িত্ব পালন করছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। কন্যা ভামিকা বড় হচ্ছে। অন্যদিকে পরিবারে সদ্য আগমন ঘটেছে পুত্র অকায়-এর। তাই মা হিসেবে বিরাটপত্নীর দায়িত্বও বেড়েছে। ফলে আর পাঁচজন মায়ের মতো আনুশকার জীবনও বদলে গেছে। বলিউড থেকে লম্বা বিরতি নিয়েছেন অভিনেত্রী আনুশকা শর্মা। প্রেক্ষাগৃহে তাঁর শেষ মুক্তি পাওয়া সিনেমা ‘জিরো’।
শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে আনুশকার সেই সিনেমা মুক্তি পায় ২০১৮ সালে। কথা ছিল নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্লিন স্লেট ফিল্মজ’-এর ‘চাকদহ এক্সপ্রেস’-এর হাত ধরে আবার পর্দায় ফিরবেন তিনি। লন্ডনের পাশাপাশি ভারতের ছয় শহরে ৬৫ দিন ধরে সিনেমাটির কাজও করেন এই অভিনেত্রী।
কথা ছিল ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘চাকদহ এক্সপ্রেস’। কিন্তু এখন জানা গেল ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল হওয়ার কারণে সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হবে না। ফলে ছবির ভবিষ্যৎ নিয়ে এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে।
আনুশকা শর্মা ও তাঁর ভাই কর্ণেশ শর্মা মিলে ২০১৩ সালে তৈরি করেন ক্লিন স্লেট ফিল্মজ। তারা ‘বুলবুল’ ও ‘কালা’র মতো ছবি প্রযোজনাও করেছেন। বছর তিনেক আগে ক্লিন স্লেট ফিল্মজ থেকে নিজেকে সরিয়ে নেন আনুশকা। এদিকে সম্প্রতি নেটফ্লিক্সের সঙ্গে কর্ণেশের চুক্তি শেষ হয়েছে। ফলে ‘চাকদহ এক্সপ্রেস’-এর ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। মতপার্থক্যের কারণেই নেটফ্লিক্স থেকে সরে এসেছেন কর্ণেশ।
শুধু চাকদহ এক্সপ্রেসই নয়, ‘আফগানি স্নো’ নামে আরও একটি প্রজেক্ট ছিল তাদের। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘চুক্তি বাতিল হওয়ায় নেটফ্লিক্সের কাছ থেকে ছবি দুটি নতুন করে কিনে নিতে পারেন কর্ণেশ। তার পর তিনি অন্য মাধ্যমগুলোর সঙ্গে ছবির মুক্তি নিয়ে আলোচনায় বসবেন।
নিজের এই ছবি নিয়ে আনুশকা জানিয়েছেন, এই ছবিটা খুব স্পেশাল, কারণ এটা বলবে আত্মত্যাগের গল্প। … নারী ক্রিকেট নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি পালটে দিতে পারে এই ছবি। যখন ঝুলন ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিল, তখন মেয়েদের জন্য স্পোর্টসের দুনিয়ায় পা রাখাটাই ছিল বড় চ্যালেঞ্জ। এই ছবিতে এমন অনেক গল্প উঠে আসবে যা ঝুলনের জীবনকে, নারী ক্রিকেটকে একটা পথ দেখিয়েছে।
- বিষয় :
- আনুশকা শর্মা
- নেটফ্লিক্স