ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

শিরোনামহীনের নতুন মিউজিক ভিডিওতে জান্নাতুল ফেরদৌস

শিরোনামহীনের নতুন মিউজিক ভিডিওতে জান্নাতুল ফেরদৌস

টিমের সঙ্গে হিমাচলে মডেল জান্নাতুল ফেরদৌস বিসমী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪ | ১৮:২১

নবাগত মডেল জান্নাতুল ফেরদৌস বিসমী। এরই মধ্যে মিডিয়াপাড়ায় বিভিন্ন কাজের মাধ্যমে এসেছেন আলোচনায়। সম্প্রতি তিনি জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের অষ্টম অ্যালবামের দুইটি গানে মিউজিক ভিডিওতে কাজ করছেন।

জানা যায়, 'বাতিঘর' নামের এ অ্যালবামে থাকবে দশটি গান। মিউজিক ভিডিও আকারে আসবে গানগুলো। এরই মধ্যে টাইটেল ট্র্যাক প্রকাশ পেয়েছে। বাকি গানগুলোর ভিডিওর শুটিং চলছে। বাতিঘর ও 'এই অবেলায় ২' ছাড়াও এ অ্যালবামের উল্লেখযোগ্য দুটি গান 'জানে না কেউ' ও 'প্রিয়তমা'। গান দুটির শুটিং করতে শিরোনামহীন টিম পৌঁছে গেছে ভারতে। তুষারাবৃত পর্বত প্রদেশ হিমাচলে গত ১২ দিন ধরে টানা শুটিং চলছে।

এদিকে 'জানে না কেউ ও প্রিয়তমা' গানে মডেল হিসেবে দেখা যাবে সিফাত আমিন ও জান্নাতুল ফেরদৌস বিসমীকে। নতুন পরিচিতি পাওয়া এই মডেলকে খুব অল্পদিনেই নাটক থেকে শুরু করে বিভিন্ন মিউজিক ভিডিও, বিজ্ঞাপনেও দেখা গেছে। কিন্তু এই প্রথম সে শিরোনামহীন ব্যান্ডের নতুন অ্যালবামের ভিডিও গানের মডেল হিসেবে কাজ করছে।

নবাগত মডেল জান্নাতুল ফেরদৌস বর্তমানে কানাডায় মনোবিজ্ঞানে বিভাগে স্নাতকে পড়াশোনা করছেন। এরই ফাকে দেশে এসে সে মিডিয়া পাড়ায় ভালো কিছু কাজের সুবাদে আলোচনায় এসেছেন। এ ছাড়া বিভিন্ন পণ্য ও কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন ‍তিনি।

এই প্রসঙ্গে জান্নাতুল ফেরদৌস জানান, পড়ালেখার পাশাপাশি তিনি মিডিয়াতে কাজ করতে খুবই পছন্দ করেন এবং মানুষ তার কাজগুলোকে পছন্দ করে বিধায় সে অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে আরো কাজ করতে আগ্রহী। কানাডায় পড়ালেখার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নিজের দেশকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করছেন। বর্তমানে তিনি কাজের শুটিংয়ে হিমাচলে আছেন। শিরোনামহীনের মতো একটি বড় ব্যান্ডের নতুন অ্যালবামের জন্য মডেল হিসেবে কাজ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত এই মডেল অভিনেত্রী।

তিনি আরো ও জানান, গান দুইটি ঈদের পর প্রকাশ পাচ্ছে। এই ধরনের ভালো কাজ তিনি সামনের দিন গুলোতেও আরো করতেন চান।

আরও পড়ুন

×