ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঈদে চঞ্চলের সঙ্গে আসছেন গোয়েন্দা সজল

ঈদে চঞ্চলের সঙ্গে আসছেন গোয়েন্দা সজল

সজল

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪ | ১৪:৫১ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ | ১৪:৫৮

নানা চরিত্রে অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করছেন সজল। আসছে ঈদে তাঁর অভিনীত নতুন একটি ওয়েব ছবি মুক্তি পেতে যাচ্ছে। ওয়েব ছবিটির নাম ‘রুমী’। এটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ।

এতে গোয়েন্দা আরিয়ান চরিত্রে দেখা যাবে অভিনেতা সজলকে।  ঈদে ওটিটি মাধ্যম হইচই-য়ে এটি প্রচার হবে।

এ বিষয়ে সজল বলেন, ভিকি জাহেদ আমার অসম্ভব পছন্দের একজন পরিচালক। তাঁর কাজ সবসময়ই ব্যতিক্রমী হিসেবে দর্শকদের কাছে প্রশংসিত হয়ে আসছে। আমার বিশ্বাস ‘রুমী’ ওয়েব ফিল্মটিও সেরকমই কিছু হবে। গোয়েন্দা চরিত্রে অভিনয় করা সবসময়ই উপভোগ করি। ‘রুমী’তে  আরও বেশি করেছি।

সজলের ভাষ্য, ‘রুমী’ বড় ক্যানভাসের একটি সিনেমা। অনেক বড় আয়োজন করে কাজটি করা হয়েছে। অনেক প্রস্তুতি নিয়ে অভিনয় করেছি। আশা করছি দর্শক কাজটি পছন্দ করবেন। এ সিনেমায় চঞ্চল চৌধুরীর সঙ্গে প্রথমবার সজলকে দেখা যাবে।

আরও পড়ুন

×