দুই যুগ পর ধারাবাহিক নির্মাণে মামুনুর রশীদ

মামুনুর রশিদ। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৭ মে ২০২৪ | ১২:৫৫
বরেণ্য অভিনেতা ও নির্মাতা মামুনুর রশীদ সবশেষ বিটিভির জন্য একটি নাটক লিখেছেন। পাশাপাশি বিভিন্ন নাটকে অভিনয় করে যাচ্ছেন। তবে ধারাবাহিক পরিচালনা থেকেদীর্ঘদিনদূরে ছিলেন তিনি। আবারও নির্মাণে ফিরছেন এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব। নাটকের নাম‘চরণ ছুঁয়ে যায়’।
আগামী জুনে নতুনএই ধারাবাহিকের দৃশ্যধারণ শুরু হবে বলে জানা গেছে।শিক্ষক, শিক্ষাব্যবস্থা, ছাত্র, অভিভাবকরাই হবে মামুনুর রশীদের নতুন ধারাবাহিক নাটকের চরিত্র।
তিনি বলেন, অনেকদিন ধরে শিক্ষাব্যবস্থা ও শিশু-কিশোরদের বড় হওয়া এবং এখনকার বাস্তবতার নিরিখে ধারাবাহিক তৈরির বিষয়ে ভাবছিলাম। সেই সঙ্গে গ্রামীণ প্রশাসন ও স্থানীয় সরকারের আওতায় স্কুল-কলেজ কীভাবে পরিচালিত হয় এবং সংঘাত ও মানবিক বিপর্যয় সবকিছুই সেই ধারাবাহিকে দেখানো হবে। বর্তমানে এর চিত্রনাট্যের কাজ চলছে।
মামুনুর রশীদআরওবলেন,নাটক-থিয়েটার যেটাই করি না কেন, শুধুই বিনোদন নয়; এর সঙ্গে মানুষের ভাবনার খোরাক জড়িত। আমি এই নাটকে আধুনিককালের বার্তাগুলো দেওয়ার চেষ্টাকরব। পরিচালনার পাশাপাশি ‘চরণ ছুঁয়ে যায়’ নাটকেঅভিনয় করবেন মামুনুর রশীদ। এছাড়াআজাদ আবুল কালাম পাভেল,ফজলুর রহমান বাবুসহ আরও অনেক গুণী অভিনয়শিল্পীথাকবেন নাটকে। চলতি বছরেই এটি চ্যানেল আইয়ে প্রচার হবে বলে জানা গেছে।
- বিষয় :
- মামুনুর রশীদ