ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ডিপজল বললেন, নিপুণের রক্তে সমস্যা আছে (ভিডিও)

ডিপজল বললেন, নিপুণের রক্তে সমস্যা আছে (ভিডিও)

ডিপজল ও নিপুণ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২৪ | ১৭:৫৪ | আপডেট: ১৬ মে ২০২৪ | ২০:৩৪

গত ১৯ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটের ফল মেনে নিয়ে নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক ডিপজলকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। কিন্তু হঠাৎ ১৫ মে নতুন কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন পরাজিত এই সাধারণ সম্পাদক প্রার্থী। নিপুণের এমন আচরণে গত দুইদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন ডিপজল।

বৃহস্পতিবার বিকেলে শিল্পী সমিতির বর্তমান কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন নিপুণের আমলে পদ ফিরে পাওয়া ১০৪ জন শিল্পী। এসময় ডিপজল বলেন, ‘গত পিকনিকে ইলিয়াস কাঞ্চন ভাই বলে গেছেন, কী কাজ হয়েছে আর কি কাজ হয়নি। বাস্তবায়ন না হওয়া কাজগুলোর সঙ্গে নতুন বেশকিছু পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে চাই।’ 

নিপুণের রিট এবং বর্তমান কমিটি নিয়ে তার কটাক্ষেরও জবাব দিয়েছেন ডিপজল। তিনি বলেন, ‘যার কথা (নিপুণ) আপনারা বললেন, তিনি তো বাপকেই অস্বীকার করেন। রক্তের সমস্যা না হলে কেউ এমন করতে পারে না। কারণ, যার জন্য তার মুখ সবাই চিনল তাকেই আবার তিনি ভুলে যান! দুনিয়াতে আর কি দেখব? ‘মামলা খেলবা? আসো। যেটা খেলাতে মন চায় সেটাই খেল কিন্তু সেটা যেন হয় ভদ্রতা বজায় রেখে।’

ডিপজল বলেন, ‘এইসব নোংরা কাজ করতে করতে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এটা আর যেন ধ্বংসে পথে যেন না যায় সেজন্য যে কাজ করা দরকার আমাদের সেটাই করতে হবে। সবাই সুন্দর ও ধর্য ধরে কাজ করলে আমাদেরই লাভ।’

সব শেষে বক্তব্য দেন সমিতির সভাপতি মিশা সওদাগর। কারও নাম উল্লেখ না করে দেন ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন, ‘যিনি সংবিধানকে ক্ষতবিক্ষত করেছেন, তাঁকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেব শিল্পী সমিতির সংগঠন কী? এবার শিল্পী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক কে? এবার শিল্পী সমিতির ক্যাবিনেটটা কী? পুঙ্খানুপুঙ্খভাবে জেনে যাবেন।’

এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ডি এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক আরমান, কোষাধ্যক্ষ কমল, কার্যনির্বাহী সদস্য রোজিনা, শাহনূর, নানা শাহ, সনি রহমান প্রমুখ।

 

আরও পড়ুন

×