ডিপজল-মিশা দুইজনই মূর্খ, আইনিভাবেই তাদের মোকাবিলা করব: নিপুণ

নিপুণ আক্তার ও মিশা-ডিপজল (ইনসেটে)
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৪ | ১৩:৪১ | আপডেট: ১৯ মে ২০২৪ | ১৫:৫৬
বাংলাদেশে চলচ্চিত্র শিল্পী নিয়ে যেন আলোচনা থামছেই না। একটা ইস্যু শেষে হচ্ছে তো আরেকটা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হচ্ছে। এইতো কদিন আগে সমিতির নির্বাচনের পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার ফের নবনির্বাচিত কমিটির বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে রিট করেছেন। নিপুণের এমন কাণ্ডে বিরক্ত দেশের সিনিয়র শিল্পীরাও।
এ বিষয়ে গণমাধ্যমে নিপুণ বলেন, ‘যেহেতু আমি হাইকোর্টে রিট করেছি, তাই এসবের জবাব সেখান থেকে আসবে। কারণ, কথা যত বলব, ততই কথা বাড়বে? যেহেতু আমি অনিয়ম নিয়ে আইনি প্রক্রিয়ায় হেঁটেছি, তাই আইনিভাবে সব মোকাবিলা হবে। তবে একটা কথা বলব, মূর্খ লোকদের সঙ্গে কথা বলার একদমই ইচ্ছা আমার নেই।’
নিপুণ যে সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক ডিপজলকে মূর্খ লোক বলেছেন সেটা বোঝাই যাচ্ছে। পরে নাম ধরেই বললেন, ‘মিশা-ডিপজল দুজনেই মূর্খ। তাদের সঙ্গে কথা বলার কোনো ধরনের ইচ্ছাই আমার নেই। তা ছাড়া মিশা ভাই তো ভীষণ মিথ্যুক একজন মানুষ। ওনাদের সঙ্গে এখন এই বিষয়ে আইনজীবীর মাধ্যমে কথা হবে। এটাই সবচেয়ে ভালো উপায়।’
বর্তমানে নিপুণ রয়েছেন আমেরিকায়। বললেন, ‘আমার লস অ্যাঞ্জেলেসের বন্ধুরা তো হাসে, বলে, ‘হু ইজ ডিপজল? সে কী করে? সিনেমায় তাঁর কী অবদান, অশ্লীলতা ছড়ানো ছাড়া? তাঁর সময় তো সিনেমা অশ্লীলতায় ছেয়ে যায়।’
নিপুণের কথায়, ‘সিনেমায় না এলে আমিও হয়তো আমার এসব বন্ধুদের মতো ওনাদের নাম শুনলে হাসতাম, নাক সিঁটকাতাম! আজ আমি ফিল্মে আসছি বলেই হয়তো আমার নাম নিয়ে কথা বলতে পারছেন।’
এদিকে গত বৃহস্পতিবার বিকেলে শিল্পী সমিতির বর্তমান কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন নিপুণের আমলে পদ ফিরে পাওয়া ১০৩ জন শিল্পী। এদিন নিপুণের রিট এবং বর্তমান কমিটি নিয়ে তার কটাক্ষের জবাব দিয়ে ডিপজল বলেন, ‘যার কথা (নিপুণ) আপনারা বললেন, তিনি তো বাপকেই অস্বীকার করেন। রক্তের সমস্যা না হলে কেউ এমন করতে পারে না। কারণ, যার জন্য তার মুখ সবাই চিনল তাকেই আবার তিনি ভুলে যান! দুনিয়াতে আর কি দেখব? ‘মামলা খেলবা? আসো। যেটা খেলাতে মন চায় সেটাই খেল কিন্তু সেটা যেন হয় ভদ্রতা বজায় রেখে।’
প্রসঙ্গত, ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। যেখানে জয় লাভ করে মিশা-ডিপজল পরিষদ। ডিপজলের কাছে ১৬ ভোটে হেরে ফলাফলও মেনে নিয়েছিলেন নিপুণ! এমনকি ফলাফল ঘোষণার সময় নব নির্বাচিতদের ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিলেন! কিন্তু এই ফলাফল বাতিল চেয়ে এখন আদালতের দ্বারস্ত হয়েছেন নিপুণ। নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এই ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। পাশাপাশি নির্বাচনের ফল বাতিল চেয়ে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়েছে।
- বিষয় :
- মিশা সওদাগর
- নিপুণ আক্তার
- ডিপজল