ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হুমায়ুন ফরীদিকে নিয়ে ৬০ জনের স্মৃতি, বইয়ের প্রচ্ছদ করলেন আফজাল

হুমায়ুন ফরীদিকে নিয়ে ৬০ জনের স্মৃতি, বইয়ের প্রচ্ছদ করলেন আফজাল

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৪ | ১৫:৪৩ | আপডেট: ২৯ মে ২০২৪ | ১৬:১৪

বাংলাদেশের অভিনয় জগতের দুই নক্ষত্র হুমায়ুন ফরীদি ও আফজাল হোসেন। তাদের গভীর বন্ধুত্বের কথা কারো অজানা নয়। থিয়েটার করতে গিয়ে পরিচয়। তারপর থেকেই বন্ধুত্বের বন্ধনে আটকে যান দুজন। দুজন পড়তেন দুই বিশ্ববিদ্যালয়ে। তারপরও দুজন একসঙ্গে অনেকটা পথ হেঁটেছেন। অজস্র স্মৃতি রয়েছে তাদের। থেকেছেন একে অপরের সুখে-দুঃখে।

২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি না-ফেরার দেশে চলে যান হুমায়ুন ফরীদি। তারপর থেকে নানা জায়গায় বন্ধুকে নিয়ে স্মৃতিচারণা করেছেন আফজাল হোসেন। এবার বন্ধুকে নিয়ে প্রকাশিতব্য বইয়ের প্রচ্ছদ করলেন এই অভিনেতা।

আজ ২৯ মে প্রয়াত হুমায়ুন ফরীদির জন্মদিন। এ দিনেই আসছে ‘হুমায়ূন ফরিদী সাধারণ এক অসাধারণ’ নামের বইটি। আহমেদ রেজাউর রহমানের সম্পাদনায় বইটির প্রচ্ছদ করেছেন আফজাল হোসেন। বইটিতে হুমায়ুন ফরীদিকে নিয়ে স্মৃতিচারণা করেছেন ৬০ জন গুণী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। যারা ছিলেন ফরীদির কাছের মানুষ।

বইটি নিয়ে আহমেদ রেজাউর রহমান বলেন, লেখক তালিকায় প্রচ্ছদ শিল্পী আফজাল হোসেন যেমন আছেন তেমনি আছেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন বাচ্চু, অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, অভিনেত্রী ফেরদৌসি মজুমদারসহ অনেকেই। এ ছাড়া আছে জয়া আহসান, আফরান নিশো, জিতু আহসানসহ অনেকের লেখা। আছে পরিবারের সদস্যদের লেখা।

আজ সন্ধ্যায় বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে চলচ্চিত্র, মঞ্চ, টেলিভিশনের ব্যক্তিত্বরা উপস্থিত থেকে হুমায়ুন ফরিদীকে স্মরণ করবেন।

আরও পড়ুন

×