ডিপজলের নামে গরুর নাম, অভিনেতা বললেন এগুলো ভক্তগোর ভালোবাসা

ডিপজল। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুন ২০২৪ | ১৪:৪৯ | আপডেট: ১৭ জুন ২০২৪ | ১৪:৫০
ঈদুল আজহায় গরুর হাটে তারকাদের নামে গরুর নাম করণের প্রচলণ বেশ ক’বছর ধরে শুরু হয়েছে। এই যেমন—শাকিব খান, ডিপজল, জায়েদ খান ও পরীমণি। তাদের নামেই বেশি কোরবানির গরুর নাম করণ করতে দেখা যায়। যা নিয়ে বেশ হইচই হয়েছে। নিজেদের নাম নিয়ে এমন হাট-বাজারি পন্থা কী বলছেন তারকারা।
বিষয়টি নিয়ে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের ভাষ্য, ‘এটা তো আসলে ভক্তরা পছন্দ করে রাখে। এটা লইয়া কোনও কিছু বলার নাই। ভালোবাসা থেকেই তো নাম দেয়। শুধু আমাগোই না, শাহরুখ, সালমান খানের নামও তো রাখে। ভালোবেসে ভক্তরা অনেক কিছুই করে। এগুলো সবই ভক্তগোর ভালোবাসা।’
তবে এবারের হাটে বেশ কয়েকটি গরুর নাম রাখা হয়েছিল ডিপজল। আবার একই গরুর দুটি নাম দেওয়া হয়েছিল। প্রথমে শাকিব খান রাখা হয়। গরুর মালিক জানান, যদি দিন শেষে বিক্রি না হয়, তাহলে হয়তো ডিপজল নাম দিয়ে হয়তো বিক্রি করবেন।
এদিকে ঈদ উপলক্ষে ডিপজল এফডিসিতে কোরবানি দিয়েছেন। জানালেন, শিল্পীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই তিনি এভাবে সামিল হয়েছেন।
- বিষয় :
- ডিপজল