গানে গানে ৬০ বছর
‘রুনা লায়লা আপাদমস্তক গুণী শিল্পী, মানুষ হিসেবেও অতুলনীয়’

রুনা লায়লা ও খুরশিদ আলম।
খুরশিদ আলম
প্রকাশ: ২৪ জুন ২০২৪ | ১৩:৫৯
যতদূর মনে পড়ে, রুনা লায়লার সঙ্গে ১৯৭৪ সালের শেষের দিকে ‘জিজ্ঞাসা’ সিনেমায় প্রথম প্লেব্যাক করি। সেই দিনই তাঁর সঙ্গে প্রথম দেখা। ওই সিনেমার ‘পাখির বাসার মতো দুটি চোখ তোমার’ গানটি ইন্দিরা রোডের ইস্ট পাকিস্তান গ্রামীণফোন রেকর্ড কোম্পানিতে এর রেকর্ডিং হয়।
গানের সুরকার ও সংগীত পরিচালক ছিলেন মুনসুর আলী। এ সময় খান আতাউর রহমান, শাহনাজ রহমতুল্লাহ, ফেরদৌসি রহমানসহ অনেক গুণী মানুষ ছিলেন স্টুডিওতে। গানটি ভীষণ জনপ্রিয়তা পায়। এখন অনেক শ্রোতার মুখে ফিরে এটি। এর পর রুনা লায়লার সঙ্গে অনেক সিনেমায় গান গেয়েছি। মাসুদ করিমের লেখা ও সুবল দাসের সুর ও সংগীতে ‘ওয়াদা’ সিনেমার ‘যদি বউ সাজাগো’ গানটিও তুমুল জনপ্রিয়তা লাভ করেছে।
রুনা লায়লা সম্পর্কে যদি এককথা বলতে হয় তাহলে বলবো, তিনি একজন আপাদমস্তক গুণী শিল্পী। মানুষ হিসেবেও অতুলনীয়। সহজসরল। অমায়িক তাঁর ব্যবহার। নতুন শিল্পীদের সব সময়ই উৎসাহ দেন। সব শিল্পীকে সমান চোখে দেখেন। যে কোনো ভালো কাজের জন্য তাঁর সমর্থন পাওয়া যায়। তাঁর সুস্থাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
- বিষয় :
- রুনা লায়লা