ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

৫০ কোটি টাকা পারিশ্রমিকের কথা বললেন শাকিব (ভিডিও)

৫০ কোটি টাকা পারিশ্রমিকের কথা বললেন শাকিব (ভিডিও)

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৪ | ১৩:১৩ | আপডেট: ২৫ জুন ২০২৪ | ১৩:৪১

দেশজুড়ে চলছে ‘তুফান’ ক্রেজ। সব বয়সী মানুষ ছুটছেন সিনেমাটি দেখতে। সোমবার (২৪ জুন) রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় ‘তুফান’ সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এদিন দর্শক সারিতে বসে সিনেমাটি দেখেছেন শাকিব খান, চঞ্চল চৌধুরী, মাসুমা নাবিলা, গাজী রাকায়েত, নির্মাতা রায়হান রাফীসহ সিনেমার কলাকুশলীরা।

প্রদর্শনীর শুরুতে শাকিব বলেন, আজকে শুধু সিনেমা দেখতে এসেছি। আমি খুব অপেক্ষায় ছিলাম, কখন যাব, কখন সিনেমাটা দেখব। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, আমার দেশের মানুষকে। যারা আমাকে এতো ভালোবাসা দিয়েছেন।

এরপরই পারিশ্রমিক নিয়ে কথা বলেন শাকিব। খানিকটা মজার ছলে বললেন, আমি আগেই বলেছিলাম ‘তুফান’ ১০০ কোটি টাকা বিজনেস করলে লাভের ২৫ শতাংশ আমি পাবো! তুফান প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, আবার ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে। তাই আরও ১০০ কোটি ব্যবসা করলে আমার পারিশ্রমিক হবে ৫০ কোটি!

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন নুসরাত ইমরোজ তিশা, আরিফিন শুভ, বিন্দু, রুনা খান, তমা মির্জা, প্রিন্স মাহমুদ, কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা, ঐশী, রোশানসহ আরও অনেকে।

 

আরও পড়ুন

×