ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পা ছুঁয়ে সালাম করলেন শুভ, বুকে জড়িয়ে ধরলেন শাকিব খান 

পা ছুঁয়ে সালাম করলেন শুভ, বুকে জড়িয়ে ধরলেন শাকিব খান 

শুভকে জড়িয়ে ধরলেন শাকিব খান। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৪ | ১৩:২৮ | আপডেট: ২৫ জুন ২০২৪ | ১৩:৩২

হলভর্তি মানুষ। সেখানে রয়েছেন শোবিজের অনেক পরিচিত মুখও। রয়েছেন ঢাকাই ছবির এই সময়ের শীর্ষ নায়ক শাকিব খান। অভিনেতা আজিজুল হাকিমের সঙ্গে গল্প কুশল বিনিময় করছিলেন হয়তো। এমন সময়ে হুট করে আরেক নায়ক আরিফিন শুভ এসে হাজির। কেমন আছেন ভাই, বলেই পা ছুঁয়ে সালাম করতে উদ্যত হোন এই নায়ক। অপ্রস্তুত হয়ে পড়েন শাকিব। দ্রুত শুভকে টেনে তুলে বুকে জড়িয়ে ধরেন। চারপাশে তখন ক্যামেরার অভাব ছিলে না। হুরহুর করে সেই ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোমবার সন্ধ্যার এই ঘটনা আজ রীতিমত ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। গতকাল রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় ‘তুফান’ সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানেই এই ঘটনা ঘটে। 

শুভ সেখানে ‘নূর’ লেখা কালো রঙ্গের টিশার্টে  হাজির হোন। ঘড়িতে সময় তখন ৮টার আশেপাশে।  শাকিবের সিনেমার প্রদর্শনীতে শুভর এমন আগমনে বেশ অবাক উপস্থিত অতিথিরা। কারণটা হচ্ছে, এর আগে এমনটা হয়নি বাংলা সিনেমায়। শো শেষে আরিফিন শুভও জানিয়েছেন, এবারই প্রথম শাকিব ও তিনি একসঙ্গে সিনেমা উপভোগ করেছেন। 

‘তুফান’ দেখে আরিফিন শুভ উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন, ‘দেশের সুপারস্টারকে ঠিকঠাক মত ব্যবহার করছেন রায়হান রাফি। এমন শাকিব ভাইকে আগে দেখা যায়নি। আমরা এমন শাকিব ভাইকেই নিয়মিত পর্দায় চেয়েছি, এবার সেটি রাফি করে দেখালেন। তাঁর মেকিং নিয়ে আলদা করে বলার কিছুই নেই; দারুণ। শাকিব ভাই ইন্ডাস্ট্রির বড় ভাই, তাঁর এমন পারফরমেন্স আমাদের অনুপ্রেরণা ও সাহস জোগাবে... 

চঞ্চল দাদা যতক্ষণ স্ক্রিণে ছিলেন বরাবরের মতই মুগ্ধ করেছেন; নাবিলার ক্যামব্যাকও স্মরণীয় হয়ে থাকল। গানগুলোও বেশ হয়েছে।’

নূর লেখা টিশার্ট দেখে শুভর কাছে এর রহস্য জানতে চাওয়া হয়। নায়ক জানিয়েছেন, দ্রুতই মুক্তি পাচ্ছে তাঁর ‘নূর’ সিনেমা। এ সময় শুভর পাশে উপস্থিত ছিলেন সিনেমাটির নায়িকা ঐশীও। ‘নূর’ সিনেমা পরিচালনা করেছেন রায়হান রাফি।

আরও পড়ুন

×