ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পশ্চিমবঙ্গে তুফানের মুক্তি, ছুটে গেলেন শাকিব খান

পশ্চিমবঙ্গে তুফানের মুক্তি, ছুটে গেলেন শাকিব খান

ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪ | ১২:৫৬

বাংলাদেশসহ পৃথিবীর ১৫ দেশে চলছে ‘তুফান’। এবার সুপারস্টার শাকিব খানের এ ছবিটি মুক্তি পাচ্ছে ভারতে। মুক্তির আগে পশ্চিমবঙ্গ শহর জুড়ে জোর প্রচারণা চলছে। মেট্রোরেল থেকে বিলবোর্ড, কলকাতার রাস্তায় রাস্তায় ঝুলছে শাকিবের ‘তুফান’ এর পোস্টার। সংশ্লিষ্টরা আশা করছেন, বাংলাদেশের মতো সেখানেও ‘তুফান’ কাঙ্ক্ষিত সাফল্য বয়ে আনবে।

বাংলাদেশে ‘তুফান’র সাফল্যের খবর ছড়িয়ে গেছে পশ্চিমবঙ্গ জুড়ে। সেখানকার সংবাদমাধ্যম, সিনেমা বিশ্লেষকরাও ‘তুফান’ নিয়ে আগ্রহ প্রকাশ করছেন। 

এদিকে, ‘তুফান’ মুক্তি উপলক্ষে বুধবার বিকেলের ফ্লাইটে কলকাতা উড়াল দিয়েছেন শাকিব খান। সেখানে তিনি পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের আয়োজনে প্রচারণায় অংশ নেবেন। প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে; সেখানকার মধ্যমনি হওয়ার কথা আছে শাকিবের। সঙ্গে আরও থাকবেন পরিচালক রায়হান রাফী।

গেল ঈদে বাংলাদেশের সর্বাধিক সিনেমা হলে মুক্তি পায় অ্যাকশন ধাঁচের ছবি ‘তুফান’। শাকিব খান ছাড়াও এতে আছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু প্রমুখ। মুক্তির পর ‘তুফান’ দুসপ্তাহেই ব্লকবাস্টার হয়ে ওঠে। বর্তমানে দুবাই, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়ার প্রবাসী দর্শকরা ‘তুফান’ আগ্রহ নিয়ে উপভোগ করছেন।

পরিচালক রাফী জানান, ‘তুফান’ ইন্ডাস্ট্রি হিটের দিকে আগাচ্ছে। এখনো দেশের মাল্টিপ্লেক্সগুলোতে সর্বাধিক শো চলছে। জুড়ে পোস্টারে শাকিবের ‘তুফান’

আরও পড়ুন

×