পুলিশ হয়ে ফিরছেন পপি

সাদিকা পারভিন পপি
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪ | ১৩:২৩
দীর্ঘদিন ধরেই শোবিজের বাইরে রয়েছেন নন্দিত অভিনেত্রী সাদিকা পারভিন পপি। ব্যক্তিগত কারণে মিডিয়া থেকে নিজেকে আড়ালে রেখেছেন তিনি। কোথাও কোনো অনুষ্ঠানেও দেখা মিলছে না একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর। বেশ বিরতির পর পর্দায় ফিরছেন তিনি।
পপি ২০১৯ সালে সর্বশেষ এফডিসিতে ‘সাহসী যোদ্ধা’ নামের সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন। সাদেক সিদ্দিকী পরিচালিত সিনেমাটি ২০২১ সালে ‘ডাইরেক্ট অ্যাকশন’ নামে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র লাভ করে। বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির খবর পাওয়া গেলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়। তবে আগামী ২৩ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক সাদেক সিদ্দিকী।
তিনি বলেন, ‘‘অবশেষে ‘ডাইরেক্ট অ্যাকশন’ মুক্তি দিতে যাচ্ছি ভেবে ভালোই লাগছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২৩ আগস্ট মুক্তি পাবে এটি। কিছুদিন পরই এর প্রচার-প্রচারণা শুরু করব। সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পপি। অনেকেই জানেন তাঁর সঙ্গে সবারই যোগাযোগ এখন বিচ্ছিন্ন। তিনি থাকলে প্রচারণা জমত। এখন আমাদের মতো করে সিনেমার অন্য শিল্পীদের নিয়ে প্রচারণা চালাব।’’
‘ডাইরেক্ট অ্যাকশন’ সিনেমাটি সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে নির্মিত হয়েছে। এতে পপিকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। তাঁর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান। ২০১৯ সালে সর্বশেষ পপি অভিনীত সিনেমা ‘দি ডিরেক্টর’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। আড়ালে যাওয়ার আগে পপি ২০২০ সালের ২৩ অক্টোবর ‘ধোঁয়া’ নামের একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। মার্চে কাজ শুরু হওয়ার কথা ছিল। এরপর হঠাৎ সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন পপি।
এরপর বছর চারেক ধরে কোথাও দেখা যায়নি তাঁকে। আড়ালে যাওয়ার কিছুদিন পর শোনা যায় বিয়ে করেছেন। এমনকি তিনি সন্তানের মাও হয়েছেন। এসব গুঞ্জনের মাঝেও মুখ খোলেননি পপি। হঠাৎ ২০২২ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে ভিডিওবার্তার মাধ্যমে তিনি আড়াল ভেঙে প্রকাশ্যে এসেছিলেন।
সামাজিক মাধ্যমে ৫ মিনিট ৩৪ সেকেন্ডের একটি ভিডিওতে ইলিয়াস কাঞ্চন-নিপুণের পক্ষে ভোটপ্রার্থনা করেন। কেন তিনি আড়ালে আছেন তাঁর সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি এই অভিনেত্রী। ফেরার ব্যাপারে শুধু বলেছেন– ‘হয়তো ভাগ্য থাকলে আবারও ফিরব।’
- বিষয় :
- সাদিকা পারভিন পপি