ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

‘ভালোবাসা’ আমার ক্যারিয়ারের ভালো একটি কাজ: নাদিয়া

‘ভালোবাসা’ আমার ক্যারিয়ারের ভালো একটি কাজ: নাদিয়া

সালহা খানম নাদিয়া

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪ | ১১:৪২ | আপডেট: ৩০ জুলাই ২০২৪ | ১২:০১

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় যাত্রা শুরু করেছে কলকাতার নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘ফ্রাইডে’। উদ্বোধনের পরই প্ল্যাটফর্মটিতে প্রকাশ হয়েছে অভিনেত্রী ও মডেল সালহা খানম নাদিয়ার সিরিজ ‘ভালোবাসা’। এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। চার পর্বের সিরিজটি প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওজ লিমিটেড।

নাদিয়া বলেন, ‘বাংলাদেশের ‘ভালোবাসা’ কনটেন্টসহ আরও অনেকগুলো কনটেন্ট দিয়ে ফ্রাইডে যাত্রা শুরু হলো। প্ল্যাটফর্মটির উদ্বোধনী দিনেই আমার অভিনীত সিরিজ প্রকাশ হয়েছে। এটা খুবই খুশির খবর। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকেই কনটেন্টটি উপভোগ করতে পারবেন দর্শক। নিজের অভিনীত সিরিজ ব্যাপক পরিসরে প্রকাশ হওয়ায় ভালো লাগছে।’

নাদিয়া আরও বলেন, ‘বছরখানেক আগে সিরিজটিতে অভিনয় করেছিলাম। সিরিজটির চিত্রনাট্য অসাধারণ। এটি লিখেছেন মুনতাহা বৃত্তা। সব মিলিয়ে এটি আমার ক্যারিয়ারের ভালো একটি কাজ।

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই সিরিজটিতে আরও অভিনয় করেছেন তারকা অভিনেতা মোশাররফ করিম, জাকিয়া বারী মমসহ অনেকেই।

মুম্বাই নগরীতে একটি পরিবারের দু’জনের মৃত্যুকে কেন্দ্র করে সিরিজটির গল্প এগিয়েছে। শুধু মৃত্যুই নয়, গল্পে তিন প্রজন্মের মানুষের প্রতি মানুষের ভালোবাসা পার্থক্যও তুলে আনা হয়েছে সিরিজে– এমনটিই জানিয়েছেন নির্মাতা।

জানা গেছে, ‘ভালোবাসা’ ছাড়াও অরিন্দম শীলের ‘উনিশে এপ্রিল’, কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘নাইট অব ক্রাইম’, সাগ্নিক চট্টোপাধ্যায়ের ‘লেডি চ্যাটার্জি’, অরিন্দম চক্রবর্তীর ‘আমি নন্দিনী’, দীপ মোদকের ‘নেক্রো, কৌশিক করের ‘ফটাশ’ দিয়ে যাত্রা শুরু করেছে প্ল্যাটফর্মটি।
 

আরও পড়ুন

×