আরজি কর কাণ্ড নিয়ে সৌরভের ওপর কেনো রাগ ঝাড়লেন স্বস্তিকা!

স্বস্তিকা মুখার্জি ও সৌরভ গাঙ্গুলী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪ | ১৯:৫৯ | আপডেট: ১৮ আগস্ট ২০২৪ | ২০:১৯
আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়া দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। তবে মাঠে নামেন নি তিনি। এতেই তার ওপর রাগটা ঝেড়ে দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। নাম না করেই সৌরভকে কটাক্ষ করলেন তিনি। জানালেন, সৌরভ সঞ্চালিত ‘দাদাগিরি’ শোয়ের তিনি কোনওদিন যাননি। আর কখনও যাবেনও না।
আর জি করের নৃশংস ঘটনার প্রতিবাদে গত রোববারই প্রাথমিক প্রতিক্রিয়া দেন সৌরভ। তার বক্তব্য ছিল, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে ভারত এবং বাংলা নারীদের জন্য নিরাপদ।’ সৌরভের সেই প্রতিক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। এতেই ফেসবুকে স্বস্তিকা লেখেন, আমি কোনওদিন দাদাগিরিতে যাইনি। যাওয়া হয়নি। আর কোনওদিন যাব না। অ্যাক্সিডেন্টালি যাব না সেটা নয়। নিজের ইচ্ছেতেই যাব না।’
এর পরই অভিনেত্রী লেখেন, ‘ধর্ষণ, খুন কোনও অ্যাক্সিডেন্ট নয়। এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা তো নয়ই। আর আমাদের সুন্দর দেশে কোনও বয়সের মেয়েই নিরাপদ নয়। কোনো রাজ্যেই নয়। এই দুই কাজ (রেপ ও খুন) ইচ্ছাকৃত। যারা করেছে, যারা করে তারা ইচ্ছে করে করেছে/করে। জেনে বুঝে করেছে! যাদের এখনও ঘুম ভাঙেনি, তাদের আর ভাঙবে না। আমাদের প্রিয় আইকন, আপনি এই হিংসাত্মক ঘটনাকে তুচ্ছ করে না দেখলেই পারতেন।’
যদিও মেয়ে সানার অফিসের এক অনুষ্ঠানে গিয়ে আরজি কর কাণ্ডে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন সৌরভ। তিনি বলেন, ‘আমার আগের মন্তব্য কীভাবে ব্যাখ্যা করা হয়েছে জানি না। কিন্তু এটা একটা নারকীয় ঘটনা। এর কঠোর শাস্তি হওয়া উচিত।’
সৌরভের কথায়, ‘পৃথিবীর যে কোনও প্রান্তে এই ধরনের ঘটনা ঘটলেই তার প্রতিবাদ হবে। আমাদের দেশের মানুষ যেভাবে প্রতিবাদ করছেন, সেটাও প্রত্যাশিত। এই ধরনের নারকীয় অপরাধীর কঠোর শাস্তি হওয়া উচিত।’
সৌরভ বলেন, ‘এই ধরনের ঘটনার প্রতিবাদ হওয়া উচিত। কিন্তু চিকিৎসকদের পেশা সমাজের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। হাজার হাজার মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সেটাও ভাবতে হবে।’
- বিষয় :
- স্বস্তিকা মুখোপাধ্যায়
- সৌরভ গাঙ্গুলী