স্বামীর জন্মদিনে নিপুণকে নিয়ে যে অশান্তির কথা জানালেন এলিটা

আশফাক নিপুন ও এলিটা করিম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪ | ১৬:০৩ | আপডেট: ২৬ আগস্ট ২০২৪ | ১৬:৪২
একজন গানের জগতের অন্যজন ক্যামেরার পেছনের। দুইজন দুই জগতের লোক হলেও এক ছাদের নিচে তাদের বসবার। অর্থাৎ শোবিজের জনপ্রিয় তারকা দম্পতি আশফাক নিপুন ও এলিটা করিম। এই দম্পতির দারুণ রসায়ন বরাবরই মুগ্ধ করে ভক্তদের।
আশফাক নিপুন সেই তারকাদের একজন যিনি বরাবরই নিজের মতাদর্শকে স্পষ্টভাবে ব্যক্ত করেন সোশ্যাল মিডিয়া এবং তার কাজের মাধ্যমে। সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও নিপুন ছিলেন দারুণ সরব। ক্ষমতাশীনদের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজের মতামতকে প্রতিষ্ঠা করেছেন। ছাত্রদের অনুপ্রাণীত করতে শুরু থেকেই ছিলেন রাজপথে।
বাস্তব কিংবা কন্টেন্টে অন্যায়ের প্রতিবাদ করার কারণে তাদের ওপর নিয়ে কি পরিমাণ ঝড় ঝাপটা গেছে সেটার অভাসও দিয়েছিলেন নির্মাতা। ধীরে ধীরে সেগুলো প্রকাশ পাচ্ছে। সুতরাং আশফাক নিপুণ আর এলিটা দম্পতিও সেই সময়টা কীভাবে কাটিয়েছেন তা অনুমান করা যায়। সেই পরিস্থিতির ইঙ্গিতই হয়তো এলিটা দিয়েছেন স্বামীর জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে।
স্বামীর জন্মদিনে এলিটা ফেসবুক আইডিতে লিখেলেন, ‘যে ক্রমাগত অশান্তি নিয়ে বসবাস করছি তার জন্য শুভ জন্মদিন আশফাক নিপুণ। প্রতিশ্রুতি অনুযায়ী আমার পক্ষ থেকে কোন ছবি, কোন ভিডিও এবং কোন প্রেমময় টেক্সট নেই। কিন্তু অনেক সুন্দর মানুষরা আপনাকে অসাধারণ বার্তা পাঠায় দেখে খুব ভালো লাগে! জীবনকে পুরোপুরি উপভোড় করুন এবং ইতিমধ্যে সেই সিনেমাটি তৈরি করুন!’
- বিষয় :
- আশফাক নিপুন
- এলিটা করিম