ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আবুল হায়াতের আত্মজীবনী লেখা শেষ, সময় লাগল ১০ বছর

আবুল হায়াতের আত্মজীবনী লেখা শেষ, সময় লাগল ১০ বছর

আবুল হায়াত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪ | ১৩:৪৫

৬০ বছরের বেশি সময়ের পুরোটাই অভিনয়ের মাঝে কাটিয়েছেন আবুল হায়াত। পাশাপাশি সমানতালে নির্মাণ, লেখালেখিও করে চলছেন তিনি। প্রায় ১৬টির বেশি বই লিখেছেন তিনি। আগামী ৭ সেপ্টেম্বর তার ৮০তম জন্মদিন। দিনটি সামনে রেখে শেষ করেছেন আত্মজীবনী লেখার কাজ। 

এ অভিনেতাকে সবাই আবুল হায়াত নামে চিনলেও তার ডাক নাম রবি। ডাক নামেই নিজের আত্মজীবনীর নাম দেওয়ার কথা জানিয়েছেন তিনি। আবুল হায়াতের কথায়, বাবা এই নামে ডাকতেন। যেহেতু আমার জীবনের পথচলার গল্প, তাই এই বইয়ের নাম দিলাম ‘রবি পথ’। বইয়ের প্রচ্ছদ করছেন মেয়ে বিপাশা হায়াত। প্রকাশনা সংস্থা আবার আমার ছোট মেয়ের বান্ধবীর।’

তিনি বলেন, ‘জীবনের প্রায় আশি বছর কেটে গেল। সময়টা তো অনেক দীর্ঘ, এই আশি বছরের জীবনের পথচলার বিভিন্ন বিষয় নিয়ে লিখেছি এই বইয়ে। “দশ বছর ধরে বিভিন্ন কথা টুকে রেখেছি, একটু একটু করে লিখেছি। একবারে সব কিছুই তো বলা সম্ভব হয়নি, যতটুকু পাঠক দেখতে চাইবে, যতটুকু জানানো যায়। দশ বছর ধরে লেখা হয়েছে আমার জীবনের নানা কথা। যেসব গল্প পাঠকের আগ্রহ তৈরি করতে পারে। পাঠকের ভালো লাগবে সেই কথাগুলো দিয়েই লেখা এই বই।'

আবুল হায়াতের কথায়, ‘এই বইটা কোনো গল্প বা উপন্যাস নয়। পাঠকের যদি আমার বিষয়ে কোনো আগ্রহ থাকে, তাদের সেই আগ্রহটা পূরণ করবে এতটুকু আশা করছি। আমি তো খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি নই যে আমার আত্মজীবনী মানুষের পড়তেই হবে। নিজের উৎসাহ বোধ থেকেই লিখলাম। আমার জীবনের ঘটনা যদি কেউ জানতে চায়, আমার ব্যাপারে জানতে চায়, তাদের এই বইটি ভালো লাগবে।’

আবুল হায়াতের প্রথম বই ‘আপ্লুত মরু’ প্রকাশিত হয় ১৯৯১ সালে। তারপর থেকে ধারাবাহিকভাবে তিনি বই লিখে যাচ্ছেন। প্রতি বছর বইমেলায় তার বই থাকে। ২০২৩ সালে প্রকাশিত হয়েছে ‘রঞ্জিত গোধূলি’। ‘স্বপ্নের বৃষ্টি’, ‘দুটি মঞ্চনাটক’, ‘এসো নীপবনে’, ‘জীবন খাতার ফুট নোট’, ‘ঢাকামি’, ‘পলাতক’, ‘নির্বাচিত গল্প’, ‘চোখ গেল পাখি’, ‘শোধ’, ‘নির্ঝর সন্নিকট’, ‘জল ডোবা’, ‘আষাঢ়ে’, ‘টাইম ব্যাংক’ ও ‘অপমান’সহ অনেক বই লিখেছেন তিনি।

আরও পড়ুন

×