ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সর্বোচ্চ করদাতা শাহরুখ, অমিতাভ-সালমানরা কত দিলেন?

সর্বোচ্চ করদাতা শাহরুখ, অমিতাভ-সালমানরা কত দিলেন?

সালমান খান, শাহরুখ খান ও অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:৫০ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:৫০

২০২৩ সালে একাই ২৫০০ কোটির ব্যবসা দিয়ে বলিউডের হাল ফিরিয়েছিলেন শাহরুখ খান। করোনার পর শাহরুখের কেরামতি দেখে প্রাণ ফিরে পেয়েছিল বলিউডের নবীন প্রজন্মও। দক্ষিণী সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দিতায় যখন হিন্দি সিনে ইন্ডাস্ট্রি নিচে নামা শুরু করেছিল, তখন কিং খান বলিউডের বৃহস্পতি তুঙ্গে তুলেছিলেন। আর ২০২৪ সালে দেশের সর্বোচ্চ তারকা করদাতা হিসেবে নাম এল শাহরুখ খানের।

‘ফরচুন ইন্ডিয়া’র রিপোর্ট অনুযায়ী, চলতি অর্থবর্ষে ৯২ কোটি টাকার আয়কর দিয়েছেন শাহরুখ। ৮০ কোটি টাকা কর দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণী সুপারস্টার থালপতি বিজয়। ৭৫ কোটি টাকা দিয়ে তৃতীয় স্থানে সালমান খান। প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চনকে আয়কর দিতে হয়েছে ৭১ কোটি টাকা। সেলিব্রিটি ক্রিকেটার বিরাট কোহলি অবশ্য সেলেব আয়কর দাতার তালিকায় কিছুটা পিছনেই। এববার ৬৬ কোটি টাকা কর দিতে হয়েছে বিরাটকে।

তারকাদের করদাতার তালিকায় রয়েছে বলিউডের আরও কজন তারকাদের নাম। অজয় দেবগণকে দিতে হয়েছে ৪২ কোটি টাকা। তার পরই রয়েছে মহেন্দ্র সিং ধোনির নাম। প্রাক্তন ক্রিকেটার ৩৮ কোটি টাকা আয়কর দিয়েছেন। তেইশের বক্স অফিসে ঝড় তুলে দেওয়া ‘অ্যানিম্যাল’ স্টার রণবীর কাপুরকে অবশ্য আরও কম আয়কর দিতে হয়েছে। ৩৬ কোটি টাকা। হৃতিক রোশন এবং শচীন টেন্ডুলকারকে একই অঙ্কের আয়কর দিতে হয়েছে। ২৮ কোটি টাকা। 

তারকা আয়কর দাতার তালিকায় উঠে এসেছে কপিল শর্মার নামও। দেশে-বিদেশে শো করে তিনি এখন রীতিমতো নবীন প্রজন্মের মধ্যে ‘হিট’। বলিউড তারকারাও মুখিয়ে থাকেন তাঁর শোয়ে সিনেমার প্রচার করার জন্য। সেই কপিলকে চলতি অর্থবর্ষে ২৬ কোটি টাকার কর দিতে হয়েছে। তাঁর থেকেও কম ট্যাক্স দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২৩ কোটি টাকার আয়কর দিতে হয়েছে তাকে।

আরও পড়ুন

×