ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

শিল্পী মুস্তাফা মনোয়ারের অবস্থা আশঙ্কাজনক

শিল্পী মুস্তাফা মনোয়ারের অবস্থা আশঙ্কাজনক

মুস্তাফা মনোয়ার

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪ | ১৩:২৪ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৪ | ১৩:৩৫

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন বাংলাদেশে পাপেট শো’র অন্যতম কারিগর মুস্তাফা মনোয়ার। গত ৪ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পরে অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার বিকেলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ায়ার গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মুস্তাফা মনোয়ারের অবস্থা বেশ জটিল। গত মে মাসে ভারত থেকে চিকিৎসার পর তাঁকে দেশে নিয়ে আসা হয়। এরপর তাঁকে রেডিয়েশন থেরাপি দেওয়া হয়েছে।’ 

পারিবারিক সূত্রে আরও জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর বিকেলে মুস্তাফা মনোয়ার বাসায় মাথা ঘুরে পড়ে গেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন।

বাংলাদেশের চিত্রকলায় অসামান্য অবদান রয়েছে তাঁর। এ ছাড়াও তিনি পাপেট বা পুতুলনাচের অঙ্গনে একজন পথিকৃৎ। এজন্য তাঁকে ‘পাপেটম্যান’ বলা হয়। পুতুলনাচকে তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ হিসেবে প্রতিষ্ঠিত করেন।

তিনি চিত্রকলায় বহু প্রদর্শনীতে অংশগ্রহণের পাশাপাশি দেশের বিভিন্ন সাংস্কৃতিক উন্নয়নে কাজ করেছেন। বিটিভির মাধ্যমে তিনি পাপেট শোয়ের জনপ্রিয়তা ছড়িয়ে দিয়েছেন দেশজুড়ে। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। কাজের স্বীকৃতি হিসেবে দেশ-বিদেশের অসংখ্য পদকসহ শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত একুশে পদকে ভূষিত হন মুস্তাফা মনোয়ার।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর যশোর জেলার মাগুরা [বর্তমান মাগুরা জেলা] মহকুমার শ্রীপুর থানার অন্তর্গত নাকোল গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি।

আরও পড়ুন

×