ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কণ্ঠশিল্পী কনকচাঁপার জন্মদিন আজ

কণ্ঠশিল্পী কনকচাঁপার জন্মদিন আজ

কনকচাঁপা। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪ | ১২:২৭

নন্দিত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। অসংখ্য গান গেয়ে শ্রোতার হৃদয় জয় করেছেন। আজ ১১ সেপ্টেম্বর তাঁর জন্মদিন। গুণী এই সংগীতশিল্পীর এবারের জন্মদিন নিয়ে নেই কোনো উচ্ছ্বাস। একেবারে সাদামাটাভাবেই দিনটি পার করতে চান বলে জানিয়েছেন তিনি। ১৯৬৯ সালের আজকের এই দিনে ঢাকার শান্তিবাগে জন্ম কনকচাঁপার। তাঁর বাবার নাম আজিজুল হক মোর্শেদ। পাঁচ ভাইবোনের মধ্যে কনকচাঁপা তৃতীয়।

অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি বাংলা গানের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সংগীত, লোকগীতিসহ সব ধরনের গানে কনকচাঁপা সমান পারদর্শী।

তিনি ৩৩ বছর ধরে সংগীতাঙ্গনে কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত চলচ্চিত্রে তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন কনকচাঁপা। তাঁর প্রকাশিত একক গানের অ্যালবাম সংখ্যা ৩৫। গানের পাশাপাশি লেখক হিসেবেও কনকচাঁপার সুখ্যাতি রয়েছে। 

কনকচাঁপার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে– ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’, ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়’, ‘আমার নাকেরই ফুল বলে রে তুমি যে আমার’, ‘তোমায় দেখলে মনে হয়’, ‘আকাশ ছুঁয়েছে মাটিকে’, ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’, ‘তুমি আমার এমনই একজন’ ইত্যাদি।
গানের জন্য রুমানা মোর্শেদ কনকচাঁপা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এ ছাড়া তিনি বাচসাস চলচ্চিত্র পুরস্কার, প্রযোজক সমিতি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। 

আরও পড়ুন

×