ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

‘অনেকেই বলেছিলেন, বিয়ে করো না, জীবন শেষ হয়ে যাবে’

‘অনেকেই বলেছিলেন, বিয়ে করো না, জীবন শেষ হয়ে যাবে’

সাইফ আলি খান ও কারিনা কাপুর। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪ | ১৩:৪৯ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪ | ১৩:৫৫

বিয়ে করলেই অভিনয় জীবন হুমকির মুখে পড়বে। এমনই ভয় দেখিয়েছিলেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত তাদের ভুল প্রমাণ করেছেন কারিনা কাপুর। ক্যারিয়ারে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০১২ সালে অভিনেতা সাইফ আলি খানকে বিয়ে করেন তিনি। ২০১৬ সালে জন্ম হয় তার প্রথম সন্তান তৈমুরের। ২০২১ সালে ছোট ছেলে জেহ্‌র জন্ম। কিন্তু এত কিছুর পরও কারিনা আছেন আগের মতো।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন, আমি বোটক্স (মুখের পেশিকে নিয়ন্ত্রণ করার ওষুধ) করার পক্ষপাতী নন। তবে তার ছাপ কোনোভাবেই পড়েনি তার অভিনয় জীবনে। বরং সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে চলেছেন বলিউডে কাপুর পরিবারের দ্বিতীয় কন্যা।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা কাপুর বলেন, “জীবনে যা চেয়েছি, তাই করেছি। আমাকে অনেকেই বলেছিলেন, ‘বিয়ে কোরো না, অভিনয় জীবন শেষ হয়ে যাবে।’ সে সময় আমার মনে হয়েছিল, ‘শেষ হলে হবে’।”

‘কাভি খুশি কাভি গম’ এবং ‘জাব উই মেট’ ছবির এই দুই জনপ্রিয় চরিত্রের মতো কারিনা নিজেও দারুণ আত্মবিশ্বাসী। তিনি জীবনকে ভালবাসেন, ভালবাসেন নিজেকেও।

কারিনা বলেন, ‘আমি বিয়ে করেছি, আমার দুই ছেলে রয়েছে। বিয়ের পর আমি আরও বেশি কাজ করতে পেরেছি। ফলে আমি মনে করি, নিজের ওপর বিশ্বাস রেখে স্রোতের বিপরীতে চলার মতো চ্যালেঞ্জ নিতে হবেই।’

প্রসঙ্গত, অভিনয়জীবনের ২৫ বছর পার করলেন কারিনা কাপুর। দীর্ঘ ক্যারিয়ারে অনেক সফল ও দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন বলিউডের এ নামজাদা অভিনেত্রী। অভিনয় করেছেন সমসাময়িক সব তারকার সঙ্গেই। ক্যারিয়ারের ২৫ বছর উপলক্ষে এক উৎসবের আয়োজন করা হয় মুম্বাইতে। সেখানে হাজির হয়েছিলেন কারিনা। নিজের ফেলে আসা ২৫ বছরের উৎযাপন দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী।

কারিনা কাপুর বলেন, আমার অনেক ছবির সাফল্যের জন্য সহশিল্পীদের কৃতিত্ব দিতেই হবে। অভিনয়শিল্পীরা একে-অপরের কর্মশক্তি বাড়িয়ে দেন। ‘যব উই মেট’, ‘ওমকারা’ কিংবা ‘থ্রি ইডিয়টস’-এর মতো অসাধারণ ছবিগুলোর কথা যদি বলি, আমরা বরাবরই একে-অপরকে সহযোগিতা করেছি। তাই সহশিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জানানোর এই সুযোগটা আমি হাত ছাড়া করতে চাই না। আমার ক্যারিয়ারের অসাধারণ ছবিগুলোর সব সহশিল্পীকে ধন্যবাদ। তাদের ছাড়া ছবিগুলো পূর্ণতা পেত না।

আরও পড়ুন

×