অদিতি-সিদ্ধার্থের প্রেম-পরিণয় সফর

অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ সূর্যনারায়ণ
সাইফান সানাফ
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ১৩:৩৭ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ১৩:৫৩
ভালোবেসে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি ও দক্ষিণী নায়ক সিদ্ধার্থ সূর্যনারায়ণ। চলতি বছরের মার্চে ৪০০ বছরের পারিবারিক মন্দিরে সিদ্ধার্থের সঙ্গে আংটিবদল করেন অদিতি ও সিদ্ধার্থ। তারকাদের বিয়ে মানেই উচ্ছ্বাস; কড়া নিরাপত্তা। বর্তমানে যোগ হয়েছে ‘নো-ফটো’ পলিসি। তবে অদিতি রাও হায়দারি এবং সিদ্ধার্থ একেবারে চমকে দিলেন সবাইকে।
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জানা গেল, দু’জনে বিয়ে করেছেন; যা রীতিমতো উপভোগ করেছেন নেট-নাগরিকরা। গত ১৬ সেপ্টেম্বর এই তারকাজুটি গাঁটছড়া বাঁধলেন দক্ষিণী রীতি মেনে। বাগদানের মতো বিয়ের খবরও হঠাৎ দিলেন তারা। বিয়ের আয়োজনে মাহেশ্বরী টিস্যুর লেহেঙ্গায় সেজে সিদ্ধার্থের গলায় মালা দিয়েছেন অদিতি। সেই সময় সিদ্ধার্থের পরনে ছিল দক্ষিণী স্টাইলের ধুতি।
দু’জনের সাজেই ছিল সাবেকিয়ানার আভিজাত্য। নামমাত্র গয়না পরেছিলেন অদিতি। সেদিনই একেবারে ঘরোয়া মেজাজে বিয়ের ফটোশুট করেন তারা। বেশির ভাগ ছবিতেই সাদা-কালোর প্রাধান্য। তাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে মুগ্ধ করেছেন নবদম্পতি। বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে তারকাদম্পতি লিখেছেন, ‘তুমি আমার চাঁদ, সূর্য এবং তারা। একসঙ্গে পথচলা শুরু হলো।’
অদিতি-সিদ্ধার্থের প্রেমের সফর
২০২১ সালে মুক্তি পাওয়া দক্ষিণী সিনেমা ‘মহাসমুদ্রম’-এর সেটে একে অপরের সঙ্গে আলাপ হয়। এরপর বন্ধুত্ব, তারপর প্রেম। এরপর এই তারকাজুটি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছেন একসঙ্গে কোয়ালিটি টাইম উপভোগ করছেন। কিন্তু প্রেমের বিষয়টি কাউকেই জানতে দেননি।
সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অদিতি জানান, কীভাবে তাঁদের প্রথম দেখা এবং সিদ্ধার্থের উষ্ণ আমন্ত্রণ পেয়েছিলেন। অদিতি বলেন, ‘সিনেমার সেটে প্রথম দিন সিদ্ধার্থ মেকআপ ভ্যানের ভেতরে গিয়ে আমায় শুরুতেই বলে ‘হ্যালো, সুন্দরী’। শুরুতে মনে হয়েছিল এভাবে সবাই বলে, কিন্তু কিছুদিন যেতে না যেতেই বুঝতে পারলাম, সিদ্ধার্থ মন থেকেই বলেছিল এবং দিনের শেষ সে আমার আর আমি তার হলাম।’
চলতি বছরের ২৮ মার্চ বাগদানের ছবি প্রকাশ্যে আনেন অদিতি। সেদিন অদিতি সিদ্ধার্থের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় দু’জন মুখে হাত দিয়ে পাশাপাশি বসে আছেন। দু’জনেরই অনামিকায় এনগেজমেন্ট রিং। ছবিটি পোস্ট করে অদিতি লেখেন, ‘ও হ্যাঁ বলেছে, এনগেজড।’ একই ছবি সিদ্ধার্থও পোস্ট করে লেখেন, ‘ও হ্যাঁ বলেছে’।
দু’জনেরই দ্বিতীয় বিয়ে
সিদ্ধার্থ ২০০৩ সালে ছোটবেলার বন্ধু মেঘনাকে বিয়ে করেন। ২০০৬ সালে তাদের পথ আলাদা হয়ে যায়। ২০০৭ সালে আইনত বিবাহবিচ্ছেদ হয় সিদ্ধার্থের। অদিতির গল্পও খানিকটা একই রকমের। মাত্র ২১ বছরেই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সত্যদীপ মিশ্রের সঙ্গে বিয়ে হয় অদিতির। চার বছর পর আলাদা হয়ে যান তারা। অদিতির যখন মাত্র ১৭ বছর বয়স, তখন সত্যদীপের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়েছিল। ২৪ বছর বয়সে, অদিতি সত্যদীপকে বিয়ে করেন। এখন অতীত ভুলে দু’জনেই নতুন করে তাঁদের স্বপ্ন সাজাচ্ছেন।
- বিষয় :
- অদিতি রাও হায়দারি
- বলিউড