ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

‘জেন-জি’ জেনারেশন নিয়ে সেই ধারবাহিকের শুটিং হচ্ছে

‘জেন-জি’ জেনারেশন নিয়ে সেই ধারবাহিকের শুটিং হচ্ছে

‘জেন-জি আমি কে? তুমি কে?’ ধারাবাহিকের শুটিংয়ে শিল্পীরা

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৪:১৮ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:৩২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুথানের মাধ্যমে বিদায় নিয়েছে দেশের ১৫ বছরের স্বৈরশাসন। ইতিহাসে এ মহাবিপ্লবের পেছনে সবচেয়ে বড় অবদান যাদের, তাদের বলা হয় ‘জেনারেশন জি’ বা ‘জেন-জি’। এটি নিয়ে ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ।

‘জেন-জি আমি কে? তুমি কে?’ নামে নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। গত ১৯ সেপ্টেম্বর থেকে উত্তরায় ধারাবাহিকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। শিগগিরই জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হবে বাকি কাজ। 

এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোমেনা চৌধুরী, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, ফারুক আহমেদ, তানিয়া আহমেদ, ইরফান সাজ্জাদ, আনিকা কবির শখ, সাব্বির অর্ন, মাহিমা, মনিরা মিঠু, চাষী আলম, অনিক, শহীদুল্লাহ সবুজ, শেখ মাহবুবসহ অনেকেই।

আবু হায়াত মাহমুদ বলেন, ‘যখন থেকে নাটকটির ঘোষণা দিয়েছি তখন থেকেই বেশ সাড়া পাচ্ছি। ওই সময়কার আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল, তারা বিনা পারিশ্রমিকেও নাটকে কাজ করতে চাইছেন। আমাদের নাটকের শিল্পীরা নিজ থেকেই এতে থাকার আগ্রহ প্রকাশ করেছেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা সাধারণত ধারাবাহিকের খোঁজখবর রাখেন না। কিন্ত এ ধারাবাহিকে খোঁজ সবার কাছেই আছে।’

তিনি আরও বলেন, ‘শুটিং এলাকাবাসীও বেশ সহযোগিতা করছেন। বাইরে দৃশ্যগুলোর যখন শুটিং চলছিল তখন চারপাশের জানালা দিয়ে সবাই শুটিং দেখছিলেন। কেউ আবার রাস্তায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে আমাদের সহযোগিতা করেছেন। ইউনিটের সবার বেশ সহযোগিতা করেছে। সৃষ্টির আনন্দে আমরা মেতেছিলাম। মানুষ বিষয়টির সঙ্গে সহজেই একাত্ম হতে পেরেছে।’

১০০ পর্বের ধারাবাহিকটি শিগগিরই যে কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ধারাবাহিকটি প্রচার হবে বলেও জানালেন নির্মাতা। 

আরও পড়ুন

×