ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কাজের ব্যাপারেই মনোযোগী থাকতে চাই: আদর আজাদ

কাজের ব্যাপারেই মনোযোগী থাকতে চাই: আদর আজাদ

আদর আজাদ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:৫২

আদর আজাদ। চিত্রনায়ক। গত ঈদুল ফিতরে বাংলাদেশের হলে মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত ছবি ‘লিপস্টিক’। ছবিটি ফের দেশের মাল্টিপ্লেক্সগুলোতে প্রদর্শিত হচ্ছে। এ ছাড়াও নতুন সিনেমায় অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। লিপস্টিক ও নতুন ছবির প্রস্তুতির খবর নিয়ে কথা হয় তাঁর সঙ্গে।

মুক্তির এতদিন পরও আপনার অভিনীত লিপস্টিক ১৪টি শো চলছে মাল্টিপ্লেক্সে। কেমন লাগছে?
সিনেমাটি মুক্তির আগে বলেছিলাম, আমাদের ‘লিপস্টিক’ দ্বিতীয় সর্বোচ্চ হল পাবে। এটা বলেছিলাম আমাদের কনটেন্টের জোরে। কিন্তু সেটা হয়নি। কেন হয়নি, সেটা সে সময় বলেছিলাম। কিন্তু আমার কনটেন্টের জোর আছে। ভালো গল্প ও নির্মাণ রয়েছে। তাই দেরি হলেও সিনেমাটি মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে। গত তিন সপ্তাহ ধরে সর্বোচ্চ শো চলছে হলগুলোতে, এটা আমাদের পুরো লিপস্টিকের জন্যই আনন্দের খবর। 

এখন সিনেমা হলে চললেও কি ব্যবসা করতে পারছে ছবিটি?
মুক্তির এতদিন পর আসলে কোনো সিনেমার বেলাতেই প্রেক্ষাগৃহ থেকে ব্যবসা করার সুযোগ নেই। তবে যা হচ্ছে, তা নিয়েই সন্তুষ্ট থাকছি। দর্শকরা সিনেমাটি দেখুক, ভালো গল্প তাদের কাছে পৌঁছাক এটাই বড় সন্তুষ্টির। 

সিনেমা যদি ব্যবসা এনে না দিতে পারে, তাহলে কতটা আসলে সন্তুষ্টি অর্জন করার সুযোগ থাকে?
ছাত্র আন্দোলনের জের ধরে সরকার পতন। এরপর এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। সবাই জানেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এখন থমকে আছে বলা যায়। এই সময়ে নতুন করে শোবিজ ইন্ডাস্ট্রি আবার চাঙা হতে শুরু করেছে। হল সচল রাখতে নতুন নতুন সিনেমা দরকার এখন। এই পরিস্থিতিতে ফের স্টার সিনেপ্লেক্সে আমাদের লিপস্টিক প্রদর্শিত হচ্ছে। এভাবেই ভালো ভালো সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রি চাঙ্গা হবে, হচ্ছে। এই মুহূর্তে আমরা সবাই চাই সিনেমা হলগুলো সচল হোক।  

লীলা নামে একটি ছবিতে অভিনয় করার কথা ছিল আপনার। ছবিটি নাকি হচ্ছে না?
কথা ছিল ঈদুল আজহায় মুক্তি পাবে ‘লীলা’। কিন্তু শুটিং এখনও শুরু করা হয়নি। আর হবে কিনা সেটা অনিশ্চিত। তাই ছবিটি নিয়ে আপাতত কিছুই বলতে পারছি না। বলতে পারেন ছবিটির আশা আমিও ছেড়ে দিয়েছি। একই সঙ্গে দরদিয়া নামে আরও একটি ছবিতে কাজ করার কথা ছিল। সেটাও হয়নি। জানি না এগুলো কবে শুরু হবে বা আদৌ শুরু করতে পারব কিনা। 

আর নতুন কাজের খবর আছে?
বেশ কয়েকটি কাজ নিয়ে আগাচ্ছি। কাজগুলো নিয়ে নিয়মিত প্রযোজক ও নির্মাতাদের সঙ্গে বসছি। গল্পও শুনছি। বলা যায় কাজগুলোতে চূড়ান্ত হওয়ার মতোই। তবে সেগুলো নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলতে পারছি না। অপেক্ষা করছি। শিগগিরই বড় কাজের ঘোষণা দেব। 

নতুন প্রজেক্ট কি ঈদে মুক্তির লক্ষ্যে নির্মাণ হবে?
সেটা সব দিক থেকে চূড়ান্ত হওয়ার পর জানাতে পারব। উৎসরেব জন্য হলে তো তেমন বাজেট ও সেভাবে প্রস্তুতি নিয়েই নামতে হবে। এটা নির্ভর করবে প্রডিউসারের ওপর। সে যখন চাইবে, তখনই মুক্তি পাবে। 

আপনি তো প্রযোজকও। নিজের প্রযোজনা থেকে কাজের খবর কী?
কয়েকটি ছবি আপনার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মাণ হয়েছে। সেটা শুরুর দিকে। পছন্দসই গল্প ও চরিত্র রেডি হলে এখান থেকেও সিনেমা বানানোর পরিকল্পনা রয়েছে। তবে আপাতত যেগুলো নিয়ে কথা হচ্ছে সেগুলোতে কাজের ব্যাপারেই মনোযোগী থাকতে চাই। যে গল্প শুনছি, যে চরিত্রগুলো করতে হবে পরিকল্পনা হচ্ছে সে চরিত্রটা নিয়েই প্রস্তুতি নিচ্ছি।

আরও পড়ুন

×