জুনিয়র এনটিআরের সঙ্গে দক্ষিণে জাহ্নবীর দারুণ সূচনা

জাহ্নবী কাপুর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪ | ১৪:৫৩ | আপডেট: ০১ অক্টোবর ২০২৪ | ১৫:১৯
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ‘ধড়ক’ সিনেমার মধ্য দিয়ে ২০১৮ সালে বলিউডে যাত্রা শুরু করেন তিনি। এবার এ বছরের অন্যতম বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেভারা’-এর মধ্য দিয়ে দক্ষিণের সিনেমায় নাম লেখালেন তিনি।
‘দেভারা’ ২৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে। তাঁর বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় তারকা জুনিয়র এনটিআর। মুক্তির পর রীতিমতো বক্স অফিসে কাঁপন ধরিয়ে দেয় ছবিটি। এই ছবিটি নিয়ে দারুণ চিন্তায় ছিলেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। কারণ, এটি নিয়ে ছয় বছরের অপেক্ষা তার। ফেরাও ছয় বছর পর। কিন্তু মুক্তির প্রথম দিন বক্স অফিসের অঙ্ক দেখে এবার তিনি অনেকটাই চাপমুক্ত।
হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়– এই পাঁচ ভাষায় ছবিটি মুক্তি পেয়েছে। পাঁচটি ভাষা মিলিয়ে ৭৭ কোটি রুপি ব্যবসা করেছে অ্যাকশনধর্মী ছবিটি। তেলেগু থেকে ৬৮ কোটি ৬ লাখ, হিন্দিতে ৭ কোটি, কন্নড় সংস্করণ থেকে ৩০ লাখ, তামিল থেকে ৮০ লাখ এবং মালয়ালম সংস্করণ থেকে ৩০ লাখ রুপি আয় করেছে ছবিটি।
বাণিজ্যিক বিশ্লেষকদের মতে, মুক্তির দ্বিতীয় দিন অর্থাৎ আজ এই ছবি দেশি বক্স অফিস থেকে ১০০ কোটি রুপি আয় পার করে ফেলবে। তবে দুনিয়াজুড়ে ছবিটি এর মধ্যেই প্রায় ১৪০ কোটি রুপি আয় করেছে।
‘দেভারা: পার্ট ওয়ান’ ছবিতে জুনিয়র এনটিআর দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। ‘দেবারা’ ও ‘বরদা’ এই দুই চরিত্রে অভিনয় করেছেন তিনি। জাহ্নবী কাপুর অভিনীত চরিত্রের নাম ‘থংগম’। ছবিতে ‘ভৈরা’র ভূমিকায় অভিনয় করেছেন সাইফ আলী খান। বয়সে প্রায় দ্বিগুণ বড় এই জুনিয়র এনটিআরের বিপরীতে দক্ষিণের ছবিতে দারুণ এক সূচনা হলো জাহ্নবীর।
দেভারার মুক্তি উপলক্ষে একটি চ্যাট শোর আয়োজন করা হয়। সন্দীপ রেড্ডি ভাঙার উপস্থাপনায় এ শোয়ে হাজির ছিলেন এনটিআর জুনিয়র, সাইফ আলী খান, জাহ্নবী ও নির্মাতা করতালা শিবা। এতে জাহ্নবীর তেলেগু ভাষায় দক্ষতা ও তাঁর অভিনয়ের প্রশংসায় সরব হয়েছেন এনটিআর। উপস্থাপক ভাঙা দেভারায় অভিনয়ের অভিজ্ঞতা জানতে চান জাহ্নবীর কাছে।
অভিনেত্রী উত্তর দেওয়ার আগেই তাঁর কথা কেড়ে নিয়ে এনটিআর বলেন, ‘জাহ্নবীকে দেখে আমি নিজেই চমকে গেছি। এ মেয়েটা মুম্বাই থেকে এসেছে। অথচ কী চমৎকার তেলেগু সংলাপ বলতে পারে, কীভাবে শিখল সে! যদিও তার শিকড় দক্ষিণ ভারতে, অল্প অল্প তেলেগু পারে, এটুকু জানতাম। কিন্তু তার সাবলীল সংলাপ বলার দক্ষতা আমাকে সত্যিই অবাক করেছে।’
এনটিআরের মুখে এমন কথা শুনে অবাক হন জাহ্নবীও। হাসতে হাসতে তিনি বলেন, ‘দিনটাই ভালো হয়ে গেল আমার। সব চিন্তা দূর হয়ে গেল।’
- বিষয় :
- জাহ্নবী কাপুর
- বলিউড