নিউইয়র্ক থেকে তানভীর তারেকের ‘সমকালীন বাংলাদেশ’

তানভীর তারেক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪ | ০১:৩৯
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে নতুন শুরু করলেন উপস্থাপক-সঙ্গীত পরিচালক তানভীর তারেক। তার এই নতুন শোয়ের নাম ‘সমকালীন বাংলাদেশ’। উত্তর আমেরিকা-কানাডা ভিত্তিক টিভি চ্যানেল ‘এটিভি ইউএসএ’র জন্য এই শোটি করছেন তিনি।
নতুন এই অনুষ্ঠানটি প্রসঙ্গে তানভীর তারেক বলেন,‘‘সমকালীন বাংলাদেশ’ অনুষ্ঠানটি মূলত বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন শ্রেনী পেশাজীবিদের সাথে আলোচনা। আমরা পজিটিভ বাংলাদেশ ক্যাম্পেইনটা করতে চাই এই অনুষ্ঠানের ভেতর দিয়ে। নানান শঙ্কা, হতাশা, সংকট থাকবেই। কিন্তু এর ভেতর থেকে উত্তরণের পথ খোঁজার চেষ্টা করবো আমার এই ‘সমকালীন বাংলাদেশ’ অনুষ্ঠানটির মাধ্যমে।’’
এরই ভেতরে সমকালীন বাংলাদেশ অনুষ্ঠানের দুটি পর্ব প্রচার হয়েছে। এ পর্বে অতিথি ছিলেন সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্য খিজির হায়াত খান, অভিনেত্রী- সংগঠক দিলরুবা ইয়াসমিন রুহী ও নির্মাতা-এক্টিভিস্ট ইমেল হক। দ্বিতীয় পর্বে অতিথি ছিলেন রাজনীতিবিদ ববি হাজ্জাজ ও সাংবাদিক লেখক আহসান কবির।
এছাড়াও তৃতীয় পর্বের আলোচনায় অংশ নেবেন কন্ঠশিল্পী আসিফ আকবর ও নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক -গীতিকবি লতিফুল ইসলাম শিবলী।
অনুষ্ঠানের আঙ্গিক প্রসঙ্গে তানভীর তারেক আরও বলেন,‘অনুষ্ঠানটি মূলত নিউইয়র্ক ও ঢাকা স্টুডিও থেকে প্রচার হবে। ঢাকার কোলাহল স্টুডিও থেকে সরাসরি , কিংবা নিউইয়র্কের এটিভি ইউএসএ স্টুডিও থেকে অনলাইনের মাধ্যমে অতিথিদের সাথে সংযুক্ত থাকবো।
উল্লেখ্য দেড় যুগেরও বেশি সময় ধরে টিভি উপস্থাপনা ও অনুষ্ঠান নির্মানের কাজ করছেন তানভীর তারেক। এ যাবৎ ৫ হাজারের বেশি অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করেছেন।
- বিষয় :
- বিনোদন