শাকিবের ছবি দিয়ে মামুন বললেন, ‘দুলু মিয়ার খোঁজ মিলেছে’

শাকিব খান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪ | ২০:২৬ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৪ | ২০:২৭
ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান ছবি বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। এই সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এখন শুধু মুক্তির অপেক্ষা। সার্টিফেকেশন বোর্ডে জমা দেওয়ার কথা জানিয়েছিলেন নির্মাতা অনন্য মামুন। আজ শোনা গেলো সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত হয়েছে ‘দরদ’। এরই মধ্যে সোমবার শাকিব ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দিলেন নির্মাতা।
এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে পেপার কাটিং আকৃত একটি ছবি পোস্ট করেন অনন্য মামুন। পুরো পাতা মিলে শাকিবের তিনটি লুকে তিনটি ছবি। শিরোনামে লেখা ‘দুলু মিয়ার খোঁজ মিলেছে’। সাব-শিরোনামে লেখা, ‘আগামীকাল তাকে জনসম্মুখে আনা হবে।’ তার এ পোস্ট দেখে অনেকেই আন্দাজ করছেন, ‘দরদ’ ছবিতে শাকিবের নাম হবে ‘দুলু মিয়া’।
এর আগে ‘দরদ’ সিনেমা মুক্তির বিষয়ে অনন্য মামুন সমকালকে বলেছিলেন, ‘সিনেমাটি মুক্তি দেওয়ার কথা আমরা আনুষ্ঠানিকভাবে কখনোই বলিনি কিংবা তারিখও জানায়নি। এর আগে শুধু ফার্স্টলুক পোস্টার প্রকাশ সঙ্গে দুবাই থেকে প্রচারণাও শুরু হয়েছিল। বিভিন্ন কারণে ছবিটি মুক্তি দেওয়া হয়ে ওঠেনি। তবে ‘দরদ’ সার্টিফেকেশন বোর্ডে জমা দেওয়া ছিল। সেন্সর পেলেই আমরা মুক্তি দেব।’
রোববার ‘দরদ’ সিনেমাটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত হয়েছে। সেখান থেকে এসেছে গ্রিন সিগন্যালও। গণমাধ্যমকে এমনটিও জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন।
পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ গণমাধ্যমকে বলেন, ‘“দরদ” পাশ। সেন্সর থেকে নতুন সার্টিফিকেশন বোর্ড হওয়ায় এখনও গ্রেডিং সিস্টেম চালু হয়নি। আইনমন্ত্রী (আইন উপদেষ্টা) বলেছেন, নতুন বিধি তৈরি করতে হবে। ছ’মাসের মধ্যে আইন প্রণয়ন করে ছবির ম্যারিট অনুযায়ী পরে গ্রেড দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘গ্রেট সিস্টেম চালু হওয়ার আগ পর্যন্ত আনকাট বলা যেতে পারে। দরদ প্রেমের ছবি, আমার কাছে ভালো লেগেছে। দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু আমি বলতে পারব না।’
- বিষয় :
- শাকিব খান
- অনন্য মামুন
- সিনেমা