ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নতুনদের মাঝে বেঁচে থাকতে চাই: ফেরদৌস আরা

নতুনদের মাঝে বেঁচে থাকতে চাই: ফেরদৌস আরা

ফেরদৌস আরা

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪ | ১৭:৩৮

বরেণ্য নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরার জন্মদিন আজ। প্রতিবছর এই দিনটি ভক্ত-শ্রোতা ও তাঁর সংগীত বিদ্যালয় সুরসপ্তকের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা আর ভালোবাসা বিনিময়ের মধ্য দিয়ে কেটে যায়। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই ফেরদৌস আরা জানান।

এদিকে জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নজরুলের গানে গানে অগণিত শ্রোতা-হৃদয় জয় করা এই শিল্পী। পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে তিনি গাইবেন রাজধানীর বনানী পূজা মণ্ডপে। গান আর ভক্ত-অনুরাগীর ভালোবাসার মধ্য দিয়ে কাটবে আজকের দিনটি।

বিশেষ এই দিনটি নিয়ে ফেরদৌস আরা বলেন, অন্যান্য বছরের চেয়ে এবারের জন্মদিন আরও আনন্দময় হয়ে উঠেছে ছেলের ঘর আলো করে নাতির আগমনে। নাতির আগমনই এই জন্মদিনের সবচেয়ে বড় উপহার। সবার কাছে দোয়া চাই, পরিবারের সবাইকে নিয়ে যেন আগামী দিনগুলো সুস্থ ও সুন্দরভাবে কাটাতে পারি।’

‘নজরুল পুরস্কার’, ‘জয়নুল আবেদিন পদক’সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত কণ্ঠশিল্পী ফেরদৌস আরার স্বপ্ন নজরুল সংগীতকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার। সে স্বপ্ন পূরণে সংগীত বিদ্যালয় সুরসপ্তকের কাণ্ডারি হিসেবে তিনি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিচ্ছেন কাজী নজরুলের সুর ও বাণী।’

ফেরদৌস আরা বলেন, ‘অনবদ্য সৃষ্টির মধ্য দিয়ে নজরুল হয়ে উঠেছেন চিরকালের। তাই তাঁর গানের বৈচিত্র্য, গভীরতা ও সৃষ্টির মহিমা নতুনদের কাছে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি। শিল্পীজীবনের পাঁচ দশকের যে সাধনা, তাঁকে পুঁজি করেই নজরুল সংগীত সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার এই চেষ্টা। তাই নজরুলের গানের শক্তিতেই নতুনদের মাঝে বেঁচে থাকতে চাই।’

আরও পড়ুন

×