আমার পরিবার অন্য আট-দশটা পরিবারের মতো নয়: নীহা

নাজনীন নীহা। ছবি:সংগৃহীত
এমদাদুল হক মিলটন
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪ | ১৩:৩৫ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ | ১৪:০০
সময় কখনও বেঁধে রাখতে চাননি মডেল অভিনেত্রী নাজনীন নীহা। মডেলিং ও অভিনয় দিয়ে খুব অল্পসময়ে ভক্তের মন জয় করেছেন তিনি। তাঁর অভিনীত বেশির ভাগ নাটকই কোটি ভিউ ছাড়িয়েছে। রংধনুর রং ছড়িয়ে এখন অপেক্ষা নিজেকে ছাড়িয়ে যাওয়ার। ছোটবেলা থেকেই অভিনেত্রী না চাইলেও শোবিজে এসেই অভিনয়ের প্রেমে মজেছেন। তিনি এখন অভিনয়কে করে নিয়েছেন আপন।
তরুণ টিভি অভিনেত্রীদের মধ্যে এখন বেশ সুসময় যাচ্ছে তাঁর। আবারও একটি নতুন কাজ নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন তিনি। নাটকের নাম ‘যুগল’। ছাত্ররাজনীতি নিয়ে নাটকটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এটি গতকাল রাতে প্রচার হয়েছে মাছরাঙা টেলিভিশনে।
আহনাফ অনেক দিন ধরে ফেসবুকে তন্নীকে ফলো করে। মেয়েটির পোস্ট, ভিডিও তাঁর ভালো লাগে। কিন্তু কখনও কোনো রিঅ্যাক্ট দেয় না, কমেন্টও করে না। হঠাৎ একদিন তন্নীকে আর ফেসবুকে পাওয়া যায় না। প্রতিদিন সার্চ করে আহনাফ। আইডি গায়েব! এভাবে এগিয়ে যায় গল্প। নাটকে তন্নী চরিত্রে অভিনয় করেছেন নীহা।
নাটকটি দর্শক সাড়া নিয়ে নীহা বলেন, ‘নাটকটিতে বেশ সাড়া পাচ্ছি। দর্শক সবসময় নতুন জুটির নাটক পছন্দ করেন। এর নির্মাণও ছিল অসাধারণ। সব মিলিয়ে বেশ সাড়া মিলছে।’
দেড় বছরের অভিনয় ক্যারিয়ারে তৌসিফ মাহবুব, ইয়াশ রোহান, জোভান, মুশফিক আর ফারহান, জাহের আলভীর বিপরীতে অভিনয় করেছেন নীহা। ‘যুগল’ নাটকে তাঁর বিপরীতে রয়েছেন তরুণ অভিনতো ফররুখ আহমেদ রেহান।
এটি তাঁর অভিনীত প্রথম নাটক। চলতি বছরে ভিকি জাহেদের ওয়েব সিরিজ ‘আরারাত’-এর মাধ্যমে দর্শকের নজর কাড়েন এ অভিনেতা।
তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘কাজের সূত্রেই রেহানের সঙ্গে পরিচয়। বেশ কয়েক মাস আগে তাঁর সঙ্গে একটি ফটোশুটে অংশ নিয়েছিলাম দু’জন। সেখানে আমাদের একটি রিল চোখে পড়ে নির্মাতা পরিচালক মিজানুর রহমান আরিয়ানের। ভালো লেগে যায় তাঁর। তখনই আমাদের নিয়ে নাটক নির্মাণের সিদ্ধান্ত নেন তিনি। নির্মাতা আমাদের কয়েক দিন রিহার্সেল করিয়েছেন। যে কারণে রেহান ভাইয়ের সঙ্গে পর্দা রসায়ণটা জমেছে বেশ। মনে হচ্ছে, ইন্ডাস্ট্রিতে ভালো করবেন রেহান’।
নীহার এখন একমাত্র প্রেম কাজের সঙ্গে, পরিবারের সঙ্গে। মা-ই নীহার স্বপ্নের পৃথিবী। ক্যারিয়ারে যদি একটুও সফলতা ধরা দেয়, তার পুরোটাই এসেছে মায়ের অবদানে। তাঁর অনুপ্রেরণা না পেলে নীহাকে হয়তো সবাই অন্যরকমভাবে পেত বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমাদের পরিবার অন্য আট-দশটা পরিবারের মতো নয়। আমি অভিনয় করি, এটি শুরুর দিকে পরিবারের অনেকেই চাননি। বলা যায়, পরিবারের বিরুদ্ধে গিয়ে অভিনয়ে নেমেছি। তবে আম্মুর সাপোর্ট পেয়েছি। তাঁর সহযোগিতা ছিল আমার চলার পথের পাথেয়। যখনই সবাই আমাকে একটু একটু করে চিনতে শুরু করে ও আশপাশের মানুষ প্রশংসা করে, তখন আম্মু আমার অভিনয়ে আসাকে মন থেকেই গ্রহণ করে নেন। তখন থেকে আরও তুমুল উৎসাহ নিয়ে কাজ করছি।’
- বিষয় :
- নাজনীন নীহা
- অভিনেত্রী