প্রিন্স মাহমুদ বললেন, ফেসবুকে লেখার কোটা শেষ!

প্রিন্স মাহমুদ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪ | ১৯:০০ | আপডেট: ১১ নভেম্বর ২০২৪ | ১৯:০৩
ফেসবুকের কল্যাণে গেল কয়েক মাস রীতিমতো সম্মুখ সমরে ছিলেন জনপ্রিয় গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। শুধু তাই নয়, রবীন্দ্র সরোবর থেকে শহীদ মিনার পর্যন্ত সশরীরে ছিলেন আন্দোলনকারীদের সঙ্গে। ৫ আগষ্টের পর সরকারি একটি কমিটিতে ডাক পেয়েছেন, কিন্তু বিনয়ের সঙ্গে সেটিও ফিরিয়েছেন। এবার দুই মাসের ২ মাসের ফেসবুকে লেখার কোটা শেষ করলেন। অর্থাৎ গানের জগতে ফিরে গেলেন ‘বাংলাদেশ’ গানের স্রষ্টা।
প্রিন্স মাহমুদ জানিয়ে দিলেন, ‘ইচ্ছেমত পোস্ট করলাম গত ২ দিন। আগামী ২ মাসের ফেসবুকে লেখার কোটা শেষ। শহরের বাইরে দুর্দান্ত একটা স্টুডিওতে কাজ করতে ঢুকতেছি। একটানা থার্টিফাস্ট পর্যন্ত কাজ করব ইনশা আল্লাহ। কিছু গান করেছি আর এমন কিছু শিল্পীর গান নিয়ে আসব যেটা অনেকেই চেয়েছেন কিন্তু এতদিন করা হয়ে ওঠেনি। আশা করছি ভালোলাগবেই।’
স্টুডিওতে ডুব দেওয়ার আগে ভেসে ওঠা পর্যন্ত প্রিন্সের একটাই প্রত্যাশা, নতুন পুরনো তার সব বন্ধুরা যেন নিরাপদে থাকে।
ভক্ত কিংবা বন্ধুরা প্রিন্স মাহমুদের এমন খবরে খুশি হবারই কথা, কারণ লম্বা সময় গান থেকে অনেকটা দূরেই আছেন তিনি। সিনেমায় তার শেষ অনবদ্য সৃষ্টি ‘বরবাদ’। সেই গানটিই যেন এবার অপেক্ষায় আছে, নতুন কোনও গানের মাথায় প্রিন্সের মুকুট পরিয়ে দেওয়ার জন্য।
- বিষয় :
- প্রিন্স মাহমুদ
- সংগীত