ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

তুফান থেকে সাইকো কিলার দুলু মিয়া

তুফান থেকে সাইকো কিলার দুলু মিয়া

শাকিব খান। ছবি: সংগৃহীত

অনিন্দ্য মামুন

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪ | ১৩:৩১ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ | ১৪:১৫

চার বছর পর ঈদ ছাড়াই মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা। দেশের প্রায় শত হলে আগামীকাল মুক্তি পাচ্ছে ছবিটি। অনন্য মামুন পরিচালিত এতে শাকিব খানের বিপরীতে রয়েছেন বলিউডের শোনাল চৌহান। তুফান ছবিতে অ্যাকশন ও মারকাটারি চরিত্রে দেখার পর এবার তিনি হাজির হচ্ছেন সাইকো কিলার চরিত্রে। এ ছবি নিয়েই লিখেছেন--অনিন্দ্য মামুন

নায়ক তো অনেকেই হয়, সুপারস্টার বা মেগাস্টার কতজন হতে পারে? কতজন পারে শহরের অলিগলি আর গ্রাম-গঞ্জে নিজের ভক্ত তৈরি করতে? যিনি পারেন তিনিই নায়কের চেয়ে আরও বেশি কিছু হয়ে ওঠেন। সেটি সম্ভবত পেরেছেন শাকিব খান। পেরেছেন বলেই শাকিব খানের জনপ্রিয়তা এখন বিশ্বময়। বছর কয়েক আগেও তাঁর ছবি মুক্তি পাওয়া মানে হলে হলে থাকত উপচে পড়া ভিড়। এখন তা হয়েছে উৎসবের মতো। তাঁর ছবি মুক্তিতে ভক্তরা বাদ্য বাজিয়ে মিছিল নিয়ে আসেন হলে, প্রচারণায় দাঁড়িয়ে যান টিএসসির মোড়ে, সরগরম করে ফেলেন সামাজিক যোগাযোগমাধ্যম। শাকিব খানের আগে ঢাকাই ছবির কোনো নায়ক নিজকে নিয়ে ভক্তদের এমন মাতামতির দৃশ্য দেখে যেতে পারেননি। শাকিব খান পারছেন। তাই তো বরাবরই এই নায়ক তাঁর বক্তব্যে আজকের এ অবস্থায় আসার পেছনে তাঁর দর্শকদের কৃতিত্বটাই সবার আগে দেন। বলেন, ‘আমাকে যারা ভালোবাসেন তাদের জন্যই আমার আজকের এই শাকিব খান হয়ে ওঠা। আমাকে যারা ভালোবাসেন তাদের কাছে আমি সত্যিই বড় কৃতজ্ঞ।’ এই ভালোবাসার জোরেই একের পর সিনেমা মুক্তি পাচ্ছে তাঁর, সেগুলো হচ্ছে ব্যবসায়িকভাবে সফল, নায়ক যাচ্ছেন অনন্য উচ্চতায়। এবার শাকিব খান আসছেন ‘দরদ’ নিয়ে। আগামীকাল দেশের প্রায় শত হলে মুক্তি পাচ্ছে এই ‘দরদ’।

৪ বছর পর ঈদ ছাড়া সিনেমা হলে
ঢালিউড পাড়ায় সমালোচনা আছে, এখন আর ঈদ ছাড়া সিনেমা মুক্তি দেন না শাকিব খান। সেই সমালোচনা ভেঙে দীর্ঘ চার বছর পর ঈদ ছাড়া সিনেমা হলে আসছেন তিনি। যদিও প্রথমে ছবিটির নির্মাতা অনন্য মামুন জানিয়েছিলেন ভালোবাসা দিবস উপলক্ষে দরদ মুক্তি দেওয়া হবে। কিন্তু নাহ, পরিচালক কথা রাখতে পারেননি। ছবিটি নিয়ে আরও অনেক কথাই দিয়েছিলেন পরিচালক। সে সবের কিছুই করতে পারেননি। এসব অনেক কিছু না পারলেও ছবিটির ট্রেলার দারুণ জমিয়ে দিয়েছেন। ফলে প্রত্যাশার পারদ নিচে নামেনি। তবে শাকিব খানের জন্য চ্যালেঞ্জ হচ্ছে ঈদ ছাড়া কতটা দর্শক টানতে পারবে তাঁর এই ছবি। তাঁর সর্বশেষ দুই ছবি ‘তুফান’, ‘প্রিয়তমা’ ঈদে হিট হয়েছে। কিন্তু ঈদ ছাড়া অন্য সময়ও অনেক ছবি হিট হয়েছে। হিট হয়েছে শাকিব খানেরও অনেক ছবি। তবে এখনকার পরিস্থিতি ভিন্ন। দেশের সামগ্রিক পরিস্থিতিও খুব একটা স্বাভাবিক নয়। এই পরিস্থিতিতে শাকিব যদি ব্যবসা এনে দিতে পারেন সেটি হবে নতুন ইতিহাস!

তুফান থেকে দুলু মিয়া

তুফান ছবিতে ডন চরিত্রে দেখা গেছে শাকিব খানকে। এ ছবিতে তাঁর অ্যাটিচিউড দারুণ পছন্দ করেছিলেন দর্শক। কিন্তু দরদের বেলায় তেমনটি নেই। এখানে শাকিব খান একজন দুলু মিয়া। সাদামাটা জীবন, বউপাগল এক স্বামী। সিনেমার কাহিনিটি এমন এক ব্যক্তি নিয়ে, যে জীবনের প্রতিটি পরিস্থিতিতে ভালোবাসা এবং দায়িত্ববোধের গভীরতা অনুভব করে। কী এক কারণে দুলু মিয়া নামের ওই ব্যক্তিটি হয়ে ওঠেন ভয়ংকর সাইকো কিলার। সিনেমাটি নিয়ে শাকিব খান বলেন, দরদ অন্যরকম একটা গল্প। টেকনিক্যাল কাজও দারুণ উন্নত। সব মিলিয়ে সুন্দর একটি ছবি। পরিবার-পরিজন নিয়ে দেখার মতো একটি ছবি। পরিচালক অনন্য মামুন জানান, এটি তাঁর স্বপ্নের প্রজেক্ট। শাকিব খানের মতো দক্ষ অভিনেতার মাধ্যমে এ চরিত্রকে তুলে ধরতে পারার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত কৃতজ্ঞ। এ সিনেমায় বাস্তব জীবনের ভালোবাসা, বেদনা এবং মানুষের আন্তরিক আবেগকে গভীরভাবে প্রতিফলিত করার চেষ্টা করেছেন তিনি। মামুনের কথায়, ‘শাকিব খান যেভাবে চরিত্রের ভেতরে ঢুকে গিয়ে অভিনয় করেছেন, তা সিনেমাকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে।’

আবেগ ও প্রেমের অদ্ভুত এক মিশেল 

২০২৩ সালের অক্টোবরে ‘দরদ’ ছবির শুটিং শুরু হয়। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড তারকা সোনাল চৌহান। ভারতের বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটে, যার সন্দেহ পড়ে দুলু মিয়ার ওপর– এমন গল্প নিয়ে এগিয়েছে গল্প। পরিচালক জানালেন, ছবির কাহিনি যতই এগোতে থাকে, গল্পও জটিল হয়। আবেগ ও প্রেমের অদ্ভুত এক মিশেল তৈরি হয়। এতে শাকিব-সোনাল ছাড়াও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া।
 

আরও পড়ুন

×