ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কেন ভাঙল ২৯ বছরের সংসার, আফসোসে যা বললেন এআর রহমান

কেন ভাঙল ২৯ বছরের সংসার, আফসোসে যা বললেন এআর রহমান

এ আর রাহমান ও সায়রা বানু। ছবি: পিপলস ডটকম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪ | ১৩:৪২ | আপডেট: ২০ নভেম্বর ২০২৪ | ১৪:১৫

অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমান ও তার স্ত্রী সায়রা বানু ২৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন। খবরটি প্রকাশ্যে এনেছেন সায়রার আইনজীবী। সম্পর্কে তিক্ততার জেরেই নাকি তাদের এই সিদ্ধান্ত। সুর সম্রাটের ২৯ বছরের দাম্পত্যে ইতি হওয়ার খবর প্রকাশ্যে আসতেই স্তব্ধ তার ভক্তরা। এমনকি এআর রহমান নিজেও আক্ষেপের সুরে জানিয়েছেন, তারাও একসঙ্গে অন্তত ৩০টা বছর কাটানোর আশা করেছিলেন।

বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পরেই এআর রহমান এই পোস্ট করেছেন। তিনি লেখেন, ‘আমরা ভেবেছিলাম ৩০তম বছরে অন্তত পৌঁছতে পারব। কিন্তু এই শেষটা আমরা কল্পনাতেও আগে দেখিনি।’

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত দু’জনেরই। কিন্তু তাও এই সিদ্ধান্ত মোটেই সহজ নয়, তা স্পষ্ট এআর রহমানের পোস্টে। তিনি লেখেন, ‘হৃদয় ভাঙার ভারে ঈশ্বরের আসন পর্যন্ত আজ কেঁপে উঠতে পারে। যদিও এই দুঃখের মাঝেও আমরা জীবনের অর্থ খোঁজার চেষ্টা করছি। হয়তো ভেঙে যাওয়া অংশগুলো আর কখনওই আগের মতো জোড়া লাগবে না।’

এই বিচ্ছেদ নিয়ে এআর রহমানের স্ত্রীর আইনজীবী বন্দনা শাহ জানিয়েছেন, দীর্ঘ তিক্ততা এই বিচ্ছেদের নেপথ্য কারণ। উভয় পক্ষই আপ্রাণ চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে। কিন্তু তা আর সম্ভব নয়। ফলে দীর্ঘ দাম্পত্যের পর এই সিদ্ধান্ত নিতে যথেষ্ট কষ্ট হয়েছে তার। কিন্তু সায়রা অপারগ।

সুরস্রষ্টা তার পোস্টের শেষে লিখেছেন, ‘আমাদের প্রতি দয়ালু হওয়ার জন্য বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আমাদের এই দুর্বল মুহূর্তের অধ্যায় ব্যক্তিগত রাখতে দেওয়ার জন্যও তাঁদের প্রতি কৃতজ্ঞ।’

আইনজীবী বন্দনাও অনুরোধ করেছেন, এই মুহূর্তে বিচ্ছেদের খবর নিয়ে যেন কেউ সায়রাকে বিব্রত না করেন কারণ তিনি বর্তমানে মানসিক ভাবে বিপর্যস্ত। সূত্র: আনন্দবাজার ও ডিএনএ।

আরও পড়ুন

×