ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রণবীর সিংয়ের জন্য দুঃসংবাদ!

রণবীর সিংয়ের জন্য দুঃসংবাদ!

রণবীর সিং। ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪ | ১৩:২৪ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ | ১৩:৫০

চলতি মাসের শুরুর দিকে মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত সিংঘম এগেন। বক্স অফিসে বিশ্বজুড়ে সেই ছবিটি প্রায় ৪০০ কোটি টাকা আয় করে ফেলেছে। অন্যদিকে ব্যক্তিগত জীবনেও খুশি বন্যা বইছে বাবা হওয়ায়।

কিন্তু এত আনন্দ, সাফল্যের মাঝে রণবীর অনুরাগীদের জন্য খারাপ খবর! ফের পিছিয়ে গেল ডন ৩ ছবিটির শ্যুটিং। অন্তত তেমনি গুঞ্জন রটেছে। যদিও আনুষ্ঠানিক ভাবে খবরটি দিতে পারেনি ভারতীয় গণমাধ্যম। 

শুরু থেকেই  রণবীর সিং দারুণ উচ্ছ্বসিত তাঁর এ প্রজেক্ট নিয়ে। জানিয়েছিলেন, তাঁর বহুদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। কারণ অমিতাভ বচ্চন ও শাহরুখ খানদের উত্তরসূরী হওয়ার সুযোগ হচ্ছে এই ডন থ্রির মাধ্যমেই। 

 জানুয়ারি ২০২৫-এ শুরু হওয়ার কথা ছিল এর কাজ। কিন্তু এবার জানা গেল, সেটা পিছিয়ে জুন গিয়ে ঠেকেছে। 

এটাই প্রথম নয়, এর আগেও একাধিকবার ডন ৩ ছবিটির শুটিংয়ের দিন পেছানো হয়েছে। যদিও নেটপাড়া মনে করছে এভাবে আসলে ছবিটিকে আপাতত স্থগিত করে দেওয়া হতে চলেছে। আর এর মূল কারণ হিসেবে তাঁরা মনে করছেন সিনেমার বিপুল বাজেট।

তবে অন্য একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, জানুয়ারি মাসেই হতে পারে শুটিং। সে সম্ভাবনা এখনও রয়েছে। 

প্রসঙ্গত, ডন হিসেবে রণবীর সিংয়ের ছবিতে মুখ্য নারী চরিত্রে থাকার কথা কিয়ারা আদভানির।

আরও পড়ুন

×