ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

শফিক তুহিনের কথায় পিয়ানো ভার্সনে ন্যান্সি-হৃদয়ের ‘আলিঙ্গন’ এলো

শফিক তুহিনের কথায় পিয়ানো ভার্সনে ন্যান্সি-হৃদয়ের ‘আলিঙ্গন’ এলো

হৃদয় খান, ন্যান্সি ও শফিক তুহিন।

সমকাল ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪ | ১২:৫০

অনেক দিন ধরে সংগীত নিয়ে নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন হৃদয় খান। যার সুবাদে এ শিল্পী ও সংগীতায়োজনের বেশ কিছু জনপ্রিয় গানের একাধিক ভার্সন শোনার সুযোগ পেয়েছেন শ্রোতারা। এবার তিনি প্রকাশ করছেন ন্যান্সির সঙ্গে গাওয়া গান ‘আলিঙ্গন’-এর পিয়ানো ভার্সন। তবে নতুন ভার্সনে শুধু ন্যান্সির কণ্ঠ রাখা হয়েছে। হৃদয় গেয়েছেন শুধু গানের হামিংয়ের অংশটুকু। 

সম্প্রতি এই সংগীতায়োজনের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানের পিয়ানো ভার্সনটি প্রকাশ করা হয়েছে। ‘অগোছালো কোনো ভুলে, তুমি ছুঁয়ে দিলে, ভুলগুলো ফুল হয়ে যায়; এত মানুষের ভিড়ে, খুঁজে খুঁজে ফিরে; মন শুধু তোমাকেই চায়’– এমন কথায় সাজানো গানটি লিখেছেন শফিক তুহিন।

 সুর ও সংগীতায়োজনের পাশাপাশি ভিডিও নির্মাণ এবং সম্পাদনার কাজ করেছেন হৃদয় খান নিজেই। এ আয়োজন নিয়ে তিনি বলেন, ‘যখনই কোনো গান তৈরি করি, তখনও নানাভাবে সংগীতের নিরীক্ষা চালিয়ে যাই। এটা করতে গিয়েই একটি গানের কয়েকটি ভার্সন তৈরি হয়ে যায়। তখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, প্রকাশের জন্য কোন ভার্সনটি বেছে নেব। আবার কিছু গানের ক্ষেত্রে এমন হয়, প্রকাশের পর তার সংগীতায়োজনে আরও নতুন কিছু যোগ করা যায় কিনা, তা নিয়ে নানা পরিকল্পনা মাথায় আসে। ‘আলিঙ্গন’ গানটির ক্ষেত্রে সেটাই হয়েছে।’

 হৃদয় আরও বলেন, গত ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবস উপলক্ষে ন্যান্সির সঙ্গে দ্বৈত কণ্ঠে গাওয়া এই গানটি প্রকাশ করেছিলাম। শ্রোতাদের ভালো সাড়াও পেয়েছি। তারপর মনে হয়েছে, এই গানের আরেকটি ভার্সন প্রকাশ করা যেতে পারে। সেই ভাবনা থেকেই এবার পিয়ানো ভার্সনে ‘আলিঙ্গন’ গানটি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা। ন্যান্সির অনিন্দ্য কণ্ঠ আর অনবদ্য গায়কী নিয়ে নতুন করে বলার কিছু নেই, শ্রোতামাত্রই তা জানেন। তাই আশা করছি, ভিন্ন স্বাদের এ আয়োজন অনেকের মনে ছাপ ফেলবে।’ হৃদয়ের পাশাপাশি গানটি নিয়ে আশা প্রকাশ করেছেন ন্যান্সি নিজেও।  

 
 

আরও পড়ুন

×